কোনো মহিলা সফরের দূরত্বের (৭৮কিঃমিঃ) চেয়ে কম কোনো স্থানে গিয়ে মাহরাম ছাড়া অবস্থান করতে পারবে??
১. যেমন যদি কোনো মহিলা তার বাবার বাড়ি যায় তার মায়ের সাথে যেটা ৭৮ কিঃমিঃ চেয়ে কম। সেখানে গিয়ে কে সে ৪-৫ দিন অথবা আরো বেশি সময় অবস্থান করতে পারবে?? সেখানে যদি তার কোনো মাহরাম না থাকে। যেমন তার বাবার বাসায় তার বাবা বা ভাই কোন পুরুষ মাহরাম নাই। তার মা, নানু ইত্যাদি আছে। সেখানে কি সে পুরুষ মাহরাম ছাড়া অবস্থান করতে পারবে?
অথবা অন্য যেকোনো জায়গায় যেটা সফরের দূরত্ব চেয়ে কম সেখানে সে একা অথবা অন্য কোন মহিলার সাথে যেমন তার মা বোন বান্ধবী বা অন্য যেকোনো মহিলা সাথে গিয়ে সেই স্থানে দুই দিন তিন দিন অথবা এর চেয়ে বেশি দিন কি পুরুষ মাহরাম ছাড়া অবস্থান করতে পারবে?
২. যেমন আমার স্ত্রী ঢাকা গেল। আমাদের বাসা ঢাকা থেকে সফরের দূরত্ব চেয়ে কম অর্থাৎ ৭৮কিঃমিঃ চেয়ে কম দূরত্ব। সেখানে সে একা বা অন্য কোন মহিলার সাথে গিয়ে দুই, তিন, চার দিন অথবা এর চেয়ে বেশি সময় অবস্থান করতে পারবে, যেখানে অবস্থান করবে সেখানে যদি তার কোন পুরুষ মাহরাম না থাকে??
যেমন আমার স্ত্রী বা বোন ঢাকায় কোন আত্মীয়ের বাসায় বেড়াতে গেল। সেই আত্মীয়র বাসা আমাদের বাসা থেকে সফরের দূরত্ব চেয়ে কম। সেখানে আমার স্ত্রী বোন অথবা মা যদি কোন মাহরাম পুরুষ ছাড়া যায় এবং সেখানে দুই চার দিন থেকে বেড়ায়, আবার বাসায় ফিরে আসে তাহলে কি জায়েয হবে? অর্থাৎ সফরের চেয়ে কম দূরত্বে মহিলারা একা গিয়ে, যেখানে তার কোন মাহরাম নাই। সেখানে কয়েক দিন অবস্থান করে আবার একা ফিরে আসতে পারবে কিনা? এটা জায়েয আছে??