اسلام عليكم و رحمةالله وبركاته ، আমি আজ আমার বিতরের নামাজ পড়ার সময় মুখে পোকা ঢুকে গেছে মনে হয়েছিলো , নামাজ শেষ করে কাশিও হচ্ছিলো, কিন্তু কুলি করেও কিছু পাইনি , নামাজ কি হয়েছে বলে ধরে নেবো?
কারো নামে গীবত করে ফেললে সেই গুনাহের ভার কমানোর জন্য বাবা-মার দেয়া হাতখরচের টাকা দিয়ে দান করা যাবে? আমি হলে থাকি, টাকা যখন লাগবে তখন বললেই দেয়, যদি এই টাকা থেকে দান করি তাহলে এধরণের গুনাহ কখনো করে ফেললে কি করবো