১।স্ত্রী যদি কেনায়া শব্দে নিজের উপর তালাক পতিত করে তাহলে কি সেটা বায়েন তালাক হবে, নাকি তালাকে রজয়ী হবে?
২। স্বামী স্ত্রী একে অপরে তালাকের মাসআলা বা কেনায়া তালাক কীভাবে হয় এসব আলোচনা করছিল। তাদের আলোচনা একে অপরকে তালাক দেওয়া সম্পর্কে ছিল না।এ মজলিস কে কি তালাকের মজলিস বলা হবে?