ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
শেষ দুই রা'কাতে তেলাওয়াত করা সুন্নাত।চায় সূরায়ে ফাতেহা হোক বা কুরআনের অন্য কোনো সূরা হোক।কেউ ইচ্ছা করলে শেষ দুই রা'কাতে সূরায়ে ফাতেহার সাথে অন্য যেকোনো সূরাকেও মিলাতে পারে।এমনকি সারা কুরআনও পড়তে পারে।এতে কোনো সমস্যা নাই।
তবে শুধুমাত্র সূরায়ে ফাতেহা পড়া মুস্তাহাব।সূরায়ে ফাতেহা ব্যতীত অন্য সূরা পড়ে নিলেও এক্ষেত্রে সেজদায়ে সাহু ওয়াজিব হবে না।(আহসানুল ফাতাওয়া;৪/৫০)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/855
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ফরয নামাযের শেষ দুই রাকাতে যেহেতু কেরাত পাঠ সুন্নত। প্রথম দুই রাকাতের ন্যায় সূরায়ে ফাতেহা পাঠ ওয়াজিব নয়। তাই সূরায়ে ফাতেহার সাথে অন্য সূরা মিলিয়ে নিলে এতেকরে নামাযে কোনো সমস্যা হবে না। এ হিসেবে ৩ বা ৪ রাকাত বিশিষ্ট ফরয নামাযে তৃতীয় রাকাতে যদি ভুল করে শুধুমাত্র বিসমিল্লাহ পড়া হয়, তাহলে এতেকরে নামাযে কোনো সমস্যা হবে না।