আজ ভোরে আমার মায়ের বড় মামা কে মৃত দেখেছি। ওনাকে নিয়া কিছু হয় নাই,, ভাবিও নাই,,অনেক দিন যোগাযোগ ও নেই। হঠাৎ দেখলাম এই স্বপ্ন। ওনার লাস টা আমার মায়ের বারার বাড়িতে পড়ে আছে দেখেছি। উল্লেখ্য আমার নানা নানির বাড়ি কাছাকাছি। আমি বাস বা কিছু দিয়ে কোথাও যাচ্ছিলাম,,আমার সাথে পরিবারের কেউ ছিল, কে ছিল মনে নাই,,,তো বাস এ গরম আর থামালো একটা স্কুল এর কাছাকাছি, ওখানে ফুসকা পানি এসব ছিল আমি বা আমার সাথে যে বা যারা ছিল তারা ও নেমেছে,, খাবার খেতে,,,, হঠাৎ দেখি আমি আমার মাামার বাড়িতে ডুকছি বারান্দায় লাসটা। আমি দেখছি লাস টার মুখে সাদা সাদা,, আমি মনে মনে বলছি এগুলো কি পোকা,,,সাদা সাদা যে থাকে,,,কিন্তু আমি সিউর হই নাই,,কাছে গিয়ে দেখিনাই,,,,স্বপ্নে। আর যে লোকটা কে দেখেছি অনেক বিদঘুটে হয়ে আছে চেহারা টা,,,ভয় পাবে বাচ্ছা কেউ দেখলে। আমি ভয় পাই নি তবে ভালো ছিল না চেহারা টা,,আর ওটা আমার মায়ের মামার চেহারা ও ছিল না,,,আমি চিনিনা কার। আমি স্বপ্নেও চিনি নাই,,কিন্তু জানি এটা মায়ের মামা।আমি এক রুম এ গেলাম,, অনেকে ছিল বসে ছিল সোফায়,,, রুমটা অন্ধকার মতো,,একটা ছোট জানলা আছে তাই একটু আলো আছে। তার পর অন্য আর একটা রুম থেকে বের হলাম,,যখন রুমে ডুকছি লাস টা একটা খাট বা কিছুর উপর বারান্দায় পরে আছে,,বের হওয়ার সময় দেখি মাটিতে,,,আর আমি রুম থেকে পুরাপুরি বের হই নাই,,,আমার আই সাইট এ শুধু মাটিতে পরে আছে তর পা গুলো হাটুর নিচ অবধি এমন দেখেছি,,,আর যে দিকে মাথা ছিল ওই দিকে একটা ওয়াসরুম আমার নানাবাড়ি তে আছে। আমি মনে মনে বলছি,,লাস টা এমনে পরে আছে, তাহলে কি ওয়াস রুম এর ফ্লোর এ? ( শরীরের উপরের অংশ যেটা ঘর থেকে পুরাপুরি না বের হওয়ার আমি দেখতে পাচ্ছি না) সিন চেঞ্জ হলো,,,,লাস নেই,,মনে হল মারা গেলে পরবর্তী কাজ গুলো শেষ,,,আমায় একজন মহিলা আমি চিনি না,,তবে স্বপ্ন ওনি বাড়ির কেউ,,,আমায় বলতেছে তোমারে ওনি( যে মারা গেছে) বাজারে দেখছে,, বা কারো সাথে দেখছে,,,( উল্লেখ্য ছোট করে বলি , আমি বিবাহিত, নওমুসলিম একজন মুসলিম কে বিয়ে করেছি যা আমার পরিবার জানে না) তো আমি মনে মনে ভয় পাচ্ছি ওনার সাথে কোথাও দেখলো কিনা রাস্তায়। এর পর ঘুম ভেঙে গেছে,।(তবে বাস্তবে আমার সাথে আমার স্বামীর সরাসরি দেখা হয় না,,,আমি আমার বাবার বাড়ি এক শহরে আর ওনি অন্য শহরে।)
অনুগ্রহ করে জানাবেন এটা কি বুঝালো,,, আর কি উপদেশ থাকতে পারে আপনার আমার জন্য।আমি এমন স্বপ্ন কখনো৷ আগে দেখি নাই।