আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
16 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আজ ভোরে আমার মায়ের বড় মামা কে মৃত দেখেছি। ওনাকে নিয়া কিছু হয় নাই,, ভাবিও নাই,,অনেক দিন যোগাযোগ ও নেই। হঠাৎ দেখলাম এই স্বপ্ন। ওনার লাস টা আমার মায়ের বারার বাড়িতে পড়ে আছে দেখেছি। উল্লেখ্য আমার নানা নানির বাড়ি কাছাকাছি।  আমি বাস বা কিছু দিয়ে কোথাও যাচ্ছিলাম,,আমার সাথে পরিবারের কেউ ছিল, কে ছিল মনে নাই,,,তো বাস এ গরম আর থামালো একটা স্কুল এর কাছাকাছি, ওখানে ফুসকা পানি এসব ছিল আমি বা আমার সাথে যে বা যারা ছিল তারা ও নেমেছে,, খাবার খেতে,,,, হঠাৎ দেখি আমি আমার মাামার বাড়িতে ডুকছি বারান্দায় লাসটা। আমি দেখছি লাস টার মুখে সাদা সাদা,, আমি মনে মনে বলছি এগুলো কি পোকা,,,সাদা সাদা যে থাকে,,,কিন্তু আমি সিউর হই নাই,,কাছে গিয়ে দেখিনাই,,,,স্বপ্নে। আর যে লোকটা কে দেখেছি অনেক বিদঘুটে হয়ে আছে চেহারা টা,,,ভয় পাবে বাচ্ছা কেউ দেখলে। আমি ভয় পাই নি তবে ভালো ছিল না চেহারা টা,,আর ওটা আমার মায়ের মামার চেহারা ও ছিল না,,,আমি চিনিনা কার। আমি স্বপ্নেও চিনি নাই,,কিন্তু জানি এটা মায়ের মামা।আমি এক রুম এ গেলাম,, অনেকে ছিল বসে ছিল সোফায়,,, রুমটা অন্ধকার মতো,,একটা ছোট জানলা আছে তাই একটু আলো আছে। তার পর অন্য আর একটা রুম থেকে বের হলাম,,যখন রুমে ডুকছি লাস টা একটা খাট বা কিছুর উপর বারান্দায় পরে আছে,,বের হওয়ার সময় দেখি মাটিতে,,,আর আমি রুম থেকে পুরাপুরি বের হই নাই,,,আমার আই সাইট এ শুধু মাটিতে পরে আছে তর পা গুলো হাটুর নিচ অবধি এমন দেখেছি,,,আর যে দিকে মাথা ছিল ওই দিকে একটা ওয়াসরুম আমার নানাবাড়ি তে আছে। আমি মনে মনে বলছি,,লাস টা এমনে পরে আছে, তাহলে কি ওয়াস রুম এর ফ্লোর এ? ( শরীরের উপরের অংশ যেটা ঘর থেকে পুরাপুরি না বের হওয়ার আমি দেখতে পাচ্ছি না) সিন চেঞ্জ হলো,,,,লাস নেই,,মনে হল মারা গেলে পরবর্তী কাজ গুলো শেষ,,,আমায় একজন মহিলা আমি চিনি না,,তবে স্বপ্ন ওনি বাড়ির কেউ,,,আমায় বলতেছে তোমারে ওনি( যে মারা গেছে) বাজারে দেখছে,, বা কারো সাথে দেখছে,,,( উল্লেখ্য ছোট করে বলি , আমি বিবাহিত, নওমুসলিম একজন মুসলিম কে বিয়ে করেছি যা আমার পরিবার জানে না) তো   আমি মনে মনে ভয় পাচ্ছি ওনার সাথে কোথাও দেখলো কিনা রাস্তায়। এর পর ঘুম ভেঙে গেছে,।(তবে বাস্তবে আমার সাথে আমার স্বামীর সরাসরি দেখা হয় না,,,আমি আমার বাবার বাড়ি এক শহরে আর ওনি অন্য শহরে।)
অনুগ্রহ করে জানাবেন এটা কি বুঝালো,,, আর কি উপদেশ থাকতে পারে আপনার আমার জন্য।আমি এমন স্বপ্ন কখনো৷ আগে দেখি নাই।

1 Answer

0 votes
ago by (70,860 points)

 

بسم الله الرحمن الرحيم

জবাবঃ-

ইসলামী দৃষ্টিতে স্বপ্ন তিন প্রকার।

১. যা আল্লাহর পক্ষ থেকে বান্দাহকে দেখানো হয় যা কল্যানকর হয়।

২. শয়তানের পক্ষ হতে দেখানো হয় যাতে মানুষ খারাপ, মন্দ ভয়ংকর কিছু দেখে থাকে।

তবে শয়তান স্বপ্ন দেখানোর দ্বারা মানুষের কোন ক্ষতি করতে পারেনা। ভয়ংকর স্বপ্ন দেখলে দুশ্চিন্তার কোন কারন নেই। শয়তান মানুষকে দুশ্চিন্তায় ফেলার জন্যই এমন সব আজব আজব জিনিস দেখায়। এমনটা দেখলে ঘুম থেকে জেগে বাম দিকে থুথু ফেলে আস্তাগফিরুল্লাহ বলতে হয়।

৩. মানুষের কল্পনা। অর্থাৎ মানুষ যা কল্পনা করে স্বপ্নে তা দেখতে পায়।

হাদীস শরীফে এসেছে 

خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا سُلَيْمَانُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ قَالَ سَمِعْتُ أَبَا قَتَادَةَ يَقُوْلُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلميَقُوْلُ الرُّؤْيَا مِنْ اللهِ وَالْحُلْمُ مِنْ الشَّيْطَانِ فَإِذَا رَأٰى أَحَدُكُمْ شَيْئًا يَكْرَهُه“فَلْيَنْفِثْ حِينَ يَسْتَيْقِظُ ثَلاَثَ مَرَّاتٍ وَيَتَعَوَّذْ مِنْ شَرِّهَا فَإِنَّهَا لاَ تَضُرُّه“وَقَالَ أَبُو سَلَمَةَ وَإِنْ كُنْتُ لأَرَى الرُّؤْيَا أَثْقَلَ عَلَيَّ مِنَ الْجَبَلِ فَمَا هُوَ إِلاَّ أَنْ سَمِعْتُ هٰذَا الْحَدِيثَ فَمَا أُبَالِيهَا.

আবূ ক্বাতাদাহ হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছিঃ ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়, আর মন্দ স্বপ্ন হয় শয়তানের তরফ থেকে। সুতরাং তোমাদের কেউ যদি এমন কিছু স্বপ্ন দেখে যা তার কাছে খারাপ লাগে, তা হলে সে যখন ঘুম থেকে জেগে ওঠে তখন সে যেন তিনবার থুথু ফেলে এবং এর ক্ষতি থেকে আশ্রয় চায়। কেননা, তা হলে এটা তার কোন ক্ষতি করতে পারবে না।

আবূ সালামাহ বলেনঃ আমি যখন এমন স্বপ্ন দেখি যা আমার কাছে পাহাড়ের চেয়ে ভারি মনে হয়, তখন এ হাদীস শোনার ফলে আমি তার কোন পরোয়াই করি না। [বুখারী ৫৭৪৭ মুসলিম পর্ব ৪২/হাঃ ২২৬১, আহমাদ ২২৭০৭]

প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন/বোন!

প্রশ্নে উল্লেখিত ছুরতে উক্ত বোনের আমল বাড়িয়ে দিতে হবে,দ্বীনদার লোকদের সাথে উঠাবসা করতে হবে,পবিত্র হালতে থাকতে হবে,অহংকার থেকে বেঁচে থাকতে হবে। বেশি বেশি কুরআন তেলাওয়াত, যিকির আযকার,ফরজ সহ নফল নামাজ পড়তে হবে। দান ছদকাহ করতে হবে। স্বপ্নের কথা কাউকে বলা যাবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...