ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কুরবানি দেওয়া ওয়াজিব।কার উপর ওয়াজিব?এ সম্পর্কে ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
مِنْهَا الْيَسَارُ وَهُوَ مَا يَتَعَلَّقُ بِهِ وُجُوبِ صَدَقَةِ الْفِطْرِ دُونَ مَا يَتَعَلَّقُ بِهِ وُجُوبُ الزَّكَاةِ،
এই পরিমাণ ধনবান ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব,যে পরিমাণ ধনসম্পত্তি থাকার কারণে কারো উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়।যাকাত ওয়াজিব হওয়ার নেসাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়া শর্ত নয়।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/২৯২,কিতাবুল-ফাতাওয়া-৪/১৩১) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1642
মহরের টাকা হস্তগত হওয়ার পূর্বের বৎসর সমূহের কোনো যাকাত দিতে হবে না এবং হস্তগত না হলে এই টাকার উপর কুরবানিও ওয়াজিব হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1483
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার স্বামী যেহেতু এখনো ঐ টাকার মালিক আপনাকে বানিয়ে দিচ্ছেন না, তাই ঐ টাকার যাকাত বা কুরবানি আপনাকে দিতে হবে না বরং স্বামীকেই দিতে হবে। ৮০/৯০ হাজার টাকা সমপরিমাণ স্বর্ণর সাথে যদি প্রয়োজন অতিরিক্ত আর কোনো সম্পদ,সরঞ্জাম, আসবাবপত্র, কাপড় ইত্যাদি আপনার না থাকে, যা দ্বারা ৫২.৫ ভড়ি রূপা সমপরিমাণ হয়, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে না। নতুবা কুরবানি ওয়াজিব হবে। মহরের টাকা হস্তগত হওয়ার পূর্বে আটনার একচ্ছত্র মালিকানা প্রতিষ্টা হওয়ার পূর্ব পর্যন্ত আপনার সম্পদ গণ্য হবে না।