আসসালামু আলাইকুম, শাইখ।
আমার কিছু প্রশ্ন ছিল, যদি উত্তর দিতেন তবে আমি উপকৃত হতাম।
প্রশ্ন ১:
কিছুদিন আগে আমার স্ত্রীর হায়েয শেষ হয়েছে। শেষ দিনে কোনো রক্তপাত হয়নি। ওই সময় আমি খুব উত্তেজিত অবস্থায় ছিলাম। পরে তিনি গোসল করেন, তবে মাথার চুল না খুলেই কেবল মাথায় পানি ঢেলেছেন এবং ভুলবশত নাকে পানি দেওয়া হয়নি। মোটামুটি সব নিয়ম মানা হয়েছে। এরপর আমরা দাম্পত্য সম্পর্কে মিলিত হই।
এখন জানতে চাচ্ছি, যেহেতু নাকে পানি দেওয়া হয়নি, এই কারণে কি আমাদের কোনো গুনাহ হয়েছে? কিংবা এই অবস্থায় আমাদের সহবাস করা কি শুদ্ধ হয়েছে? যদি ভুল হয়ে থাকে, তাহলে এখন আমাদের করণীয় কী?
প্রশ্ন ২:
আমার খালা ও তার পরিবার হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন (খালা, খালু, খালাতো ভাই, খালাতো বোন এবং খালার শাশুড়ি – যিনি আমার মায়ের আপন খালা)। জানতে চাই, আমার মা কি তাদের সঙ্গেই হজে যেতে পারবেন?
প্রশ্ন ৩:
কিছুদিন আগে আমরা এখান থেকে তিন দিনের তাবলিগ জামাতে গিয়েছিলাম, প্রায় ৪০০ কিলোমিটার দূরে, মস্তুরাতসহ। আমরা একটি ভাইয়ের পরিবারের (ওই ভাই, তার স্ত্রী ও মেয়ে) সঙ্গে প্রাইভেট গাড়িতে গিয়েছিলাম। তাঁদের সঙ্গে আরেক ভাইয়ের স্ত্রীও ছিলেন, যিনি তাঁর স্বামীর গাড়িতে যেতে পারেননি আসন সংকটের কারণে। ওই ভাই আবার আরও কিছু ভাই ও তাঁদের স্ত্রীদেরও নিয়ে গিয়েছিলেন, যাদের নিজস্ব গাড়ি ছিল না।
জানতে চাই, এভাবে ভিন্ন ভিন্ন পরিবারের নারীদের (যাঁদের মাহরাম সঙ্গে নেই) একই গাড়িতে ভ্রমণ করা এবং দূরবর্তী সফর করা শরিয়তের দৃষ্টিতে সঠিক হয়েছে কি না?
প্রশ্ন ৪:
আমি জানি, কারো অনুমতি ছাড়া তাদের ঘরের ভেতর তাকানো জায়েজ নয়। কিন্তু আমাদের জানালা দিয়ে অনেকের ঘর দেখা যায়। অনিচ্ছাকৃতভাবে মাঝেমধ্যে আমার দৃষ্টি সেদিকে চলে যায়, যদিও আমি সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিই এবং ইস্তিগফার করি।
এই অবস্থায় কি আমার গুনাহ হবে? আমি কী করতে পারি?
প্রশ্ন ৫:
অনেক সময় রাস্তার পাশে বা কোনো বাগানে (যার নির্দিষ্ট কোনো ব্যক্তিগত মালিকানা নেই) ফুল বা ফল দেখা যায়। এ ধরনের স্থান থেকে ফুল ছেঁড়া বা ফল নেওয়া কি জায়েজ?
প্রশ্ন ৬:
আমি যে স্থানে থাকি, তার আশপাশে কোনো মসজিদ নেই। তাই আমরা জুমার নামাজের জন্য একটি ভাড়া করা জায়গায় জামাত করি এবং এর জন্য কিছু খরচ হয়। আমি কি এই খরচে সদকার নিয়তে দান করতে পারি?
আমাদের বিশ্ববিদ্যালয়ে নামাজের একটি নির্ধারিত স্থান আছে (যদিও তা মসজিদ নয় এবং সেখানে অন্য ধর্মাবলম্বীরাও প্রবেশ করতে পারেন)। সেখানে নামাজ পড়ার জন্য কিছু জিনিসপত্র কেনা প্রয়োজন। আমি কি এ উদ্দেশ্যে সদকার নিয়তে টাকা দিতে পারব?
জাযাকাল্লাহু খইরান