আসসালামু আলাইকুম উস্তাদ আমার করা এই প্রশ্নটা, https://ifatwa.info/118833/,এইখানে আপনি যেই উত্তর দিচেন হয়ত আপনার প্রশ্ন টা বুজতে ভুল হয়েছে ব্যাংক এর জন্য জায়গা ভাড়া দেওয়ার কথা বলি নাই বলছি কোন ভাড়াটিয়া কে ভাড়া দিলে সে যদি ব্যাংক এ জব করে এমন ব্যক্তিকে ভাড়া দিলে কি তার থেকে ভাড়া নেওয়া জায়েজ হবে❓ এইটা জিজ্ঞাসা করছি ব্যাংক এর জন্য জায়গা ভাড়া দেওয়ার কথা বা প্রশ্ন আমি জিজ্ঞাসা করিনাই ব্যাংক এর জন্য জায়গা ভাড়া দেওয়া আর কোন ব্যক্তি কে যে ব্যাংক এ জব/চাকরি করে এমন ব্যক্তি কে ভাড়া দেওয়া তো সেম না আশা করি বুজেছেন। যেমন মনে করেন আমি কোন শিক্ষক কে আমার বাসার কোন রুম ভাড়া দিয়েছি আর যদি আমি কোন শিক্ষা প্রতিষ্ঠান এর জন্য আমার বাসার কোন রুম বা জায়গা ভাড়া দি এইটা কি সেম হবে অবশ্য এই বিষয় টা কিন্ত সেম হবে না বা হুবহু হবে না তাইনা আশা করি বুজাতে পেরেছি আপনাদের।
//এবং আগের প্রশ্নে বলেনাই কোন ব্যাংক এ account করা টা উত্তম হবে যেহেতু কম বেশি সব ব্যাংক এর মধ্যেই সুদ এর লেনদেন হয় তাই কোন ব্যাংক এ account করতে পারবো এই নিয়ে ও পরামর্শ দিলে ভালো হয়।