আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার বাবা, চাচা ও দাদা মিলে কুরবানি দেয় প্রতিবার। এবার দাদা তার অংশের টাকা দেয়ার পর আবার এক্সট্রা করে আমার বাবা ও চাচাকে কিছু টাকা দিতে চাচ্ছে কুরবানির জন্য। ব্যাপারটা এমন যে, জন প্রতি ৩০,০০০ টাকা দেয়ার পর আবার দাদা তার দুই ছেলের পক্ষ থেকে ১০,০০০ করে মোট ২০,০০০ টাকা এক্সট্রা দিতে চাচ্ছে।
(১)এখন এভাবে কি কুরবানি করা যাবে?
(২)আর আমরা যেহেতু আলাদা থাকি তো কুরবানির পর তা আমাদের ভাগ অনুযায়ী প্রথমে বন্টন হয়ে আসে। তারপর আমাদের ভাগ থেকে সবাইকে দেয়া হয়।এখন দাদার এক্সট্রা টাকাসহ যদি কুরবানি হয় তাহলে কি বন্টনও আগের নিয়মে হবে নাকি এক্সট্রা টাকার অংশটুকু আলাদা করে ৩ জনের মধ্যে বন্টন হবে?