১।আমি মিসকিন হওয়ার দোয়া করি না সেটাতো সুন্নাত দোয়া। এরপর নেক আমল অন্যন্য সুন্নাত, ফরজ ওয়াজিব জায়েজ বা গোনাহ যাই করি না কোন খালি এই দোয়া টা না করার কারনে ধনী হবার দোয়া করার কারনে মনের ভিতর কিরকম জানি হয় রাগ উঠে, খুবই খারাপ কাজ করতেছি কোনো ভাবেই মাথা থেকে শড়ানো যায় না পাত্তা না দিলে আবার কতক্ষণ পরে আবার আসে দুদিন ধরে এরকম হচ্ছে সেটা কি কারনে হয়।
২।সারাদিন ১ নং প্রশ্নের বিষয় গুলো আসার কারনে মিসকিন হওয়ার দোয়া করে ফেলি এখন মনে যদি কবুল হয়ে যায় এই বিষয় টা প্রায় মনে আসে আসলে খারাপ লাগে। খুবই চিন্তিত হয়ে যাই যদি মিসকিন হয়ে যাই অনেক সময় আল্লাহ পাক রাসুল সাঃ উপর রাগ আসে ইচ্ছে করে না অনিচ্ছায় জানিনা?
৩।মিসকিন হওয়ার দোয়া না করার কারনে ধনী হবার দোয়া করতে গেলে তখনই মনে হয় খারাপ কাজ করছি। তারপর মনে রাগ উঠে রাসুলুল্লাহ সাঃ কে নিয়ে একজন কটুক্তি করছে মনে আসে সে ভালো করছে নাউজুবিল্লাহ। বর্তমান অতিতে বা ভবিষ্যতে শাতিম যদি কটুক্তি করে এরকম ভালো করছে নাউজুবিল্লাহ এরকম বিষয় আসে যে কোনো কারনেই মনে আসুক। এগুলোর কারনে কি ইমান চলে যাবে কি?
বিঃদ্রঃ আমি ওসওয়াসা রোগী এগুলো ওসওয়াসার কারনে কি না