ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফরজ গোসল আদায় করা প্রায় শেষ,শুধুমাত্র পা ধোয়া বাকি।এমন অবস্থায় যদি বায়ু নির্গত হয়,তাহলে আবার নতুন করে প্রথম থেকে সম্পূর্ণ গোসল করতে হবে না বরং গোসলের বাদবাকী কাজ সমাপ্ত করে নিলেই হবে। তবে অজু করা অবস্থায় দুয়েক অঙ্গ বাকী থাকাবস্থায় যদি অজু চলে যায়, তাহলে নতুন করে আবার অজু করতে হবে।(মালাবুদ্দা মিনহু-১/৪১)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/8672
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ফরজ গোসল আদায় করা প্রায় শেষ,শুধুমাত্র পা ধোয়া বাকি।এমন অবস্থায় যদি টয়লেট ইস্তেঞ্জার প্রয়োজন হয়,তাহলে আবার নতুন করে প্রথম থেকে সম্পূর্ণ গোসল করতে হবে না বরং গোসলের বাদবাকী কাজ সমাপ্ত করে নিলেই হবে। তথা পা ধৌত করে নিলেই ফরয গোসল আদায় হয়ে যাবে।