আসসালামু আলাইকুম
পূর্বের এই ১ নং প্রশ্নের সম্পূরক প্রশ্ন
প্রশ্ন ১: তাকে কে তার কৃষিখাত এর টাকা থেকে কুরবানির অংশীদার হতে বললে সে বলে, "আচ্ছা মনে কর আমি আমার কৃষি খাতের টাকা থেকে দিলাম।" অথচ সে কিন্তু তার ব্যাংকের চাকরির উপার্জন থেকে দিয়েছে। এখানে "মনে কর" দ্বারা কি শুদ্ধ (আয়ের উৎস হারাম থেকে হালাল হয়ে) হয়ে গেল?
প্রশ্ন ২.১: আমি যদি তাকে কুরবানীর শেয়ারের অংশ পরিমাণ টাকা কর্য দেই। এরপর সে যে হারাম উপার্জন দিয়ে অংশীদার হয়েছে সেই টাকা ফেরত দেই।এরপর সে আমাকে সেই কর্য টাকা পরিশোধ করলো তাহলে কি কুরবানী জায়েয হবে?
প্রশ্ন ২.২: এরপর আমি যদি তাকে তার হালাল উৎস থেকে কর্জ পরিশোধ করতে বলি কিন্তু সে যদি তার হারাম আয়ের উৎস থেকে কর্জ পরিশোধ করে কিন্তু আমি না জানি, তাহলে তার কুরবানির হুকুম কি হবে এবং তার দেওয়া হারাম টাকা আমাকে দেওয়ার পর তা আমার জন্য হালাল নয় কি?