শায়েখ আসসালামু আলাইকুম
"তুমি এক" এটা কেনায়া বাক্য জানি।কিন্তু একটা ফতোয়ার বইয়ে পড়েছিলাম খুব সম্ভবত সংখ্যা বাচক শব্দ (১) এটাও নাকি কেনায়া শব্দ।
আমার জানার বিষয় হলো শুধু সংখ্যাবাচক শব্দ (১,২,৩) এগুলো কেনায়া বাক্য কিনা? যদি কেনায়া বাক্য হয় তাহলে ( ১,২,৩) সবগুলিই কেনায়া বাক্য নাকি শুধু (১)?