এক আত্মীয় স্বামীর সাথে বনাবনি না হওয়ায় এবং অন্যান্য আরও কিছু সমস্যার কারণে তিনি স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। এবং আর সংসার করবেন না এই মর্মে প্রায় এক বছর তিনি বাবার বাড়িতে ছিলেন। এক বছর পর তিনি স্বামীর থেকে খোলা তালাক নিয়েছেন। (এই এক বছর তার স্বামীর সাথে কোনো প্রকার কোনো শারীরিক সম্পর্ক হয়নি।) সুতরাং ওনার গর্ভবতী হবার কোনো প্রশ্নই ছিল না।খোলা তালাকের পর পারিবারিক ভাবে ওনার আবার বিবাহ হয়।এখন সমস্যা হলো, উনি ইদ্দত পালন করেছেন কিন্তু ওনার হায়েয অনেক বেশি অনিয়মিত।৩-৮মাস পরে পরে হায়েয হয়। এখন ওনার দ্বিতীয় বিয়ে টা কি শুদ্ধ হয়েছে ? উনি ইদ্দত পালন করেছেন কিন্তু ওই ৩ মাস ১০ দিন ওনার একবার ও হায়েয হয়নি।যেহেতু স্বামীর থেকে প্রায় এক বছর কোনো শারীরিক সম্পর্ক ছাড়া আলাদা ছিলেন এবং এরপর খোলা তালাক নিয়েছেন সেক্ষেত্রে ওনার জন্য কি তালাকের পর ৩ হায়েয অবদি অপেক্ষা করা বাধ্যতামূলক ছিল? আল্লাহ না করুন ওনার বিয়েটা যদি শুদ্ধ না হয়ে থাকে তাহলে এই মুহূর্তে তার করণীয় কি? তিনি এই বিষয় এ জানতেন না যে ৩ মাস ইদ্দতে ৩বার হায়েয হওয়া বাধ্যতামুলক।