আসসালামু আলাইকুম,
আমার আম্মুর স্বর্ন আছে ৮ ভরির মতো। আমার বাবা বাড়ি করার সময় আমাদের আত্মীয়ের কাছে ঋণগ্রস্ত হন ১৮-২০ লাখের মতো। আমার আম্মুর অসুস্থতার জন্য মামার কাছ থেকে আরো ৫ লাখ টাকা ধার করার প্রয়োজন হয়। আমার প্রশ্ন আম্মুর অসুস্থতার জন্য এই ঋণের টাকা কি আম্মুর শোধ করতে হবে? সেক্ষেত্রে কি এই স্বর্নের যাকাত হবে? আর আম্মুর উপর কি এই ঋণের টাকা শোধ করা ফরয হবে?বাবার টাকাও কি আম্মুর শোধ করে দেয়া ফরয,যদি বাবা দিতে না পারেন?