আসসালামু আলাইকুম। হায়েজের পর, পবিত্র হওয়া নিয়ে, সন্দেহ থেকে যায়। হায়েজের রক্ত বাইরে আসা বন্ধ হয়ে গেলে,কয়েকদিন, অল্প একটু ভিতরে, কিছুটা বাদামী বর্ণের স্রাব থাকে। এর কয়দিন পরে আরো হালকা হতে থাকে। হালকা সবুজাভ বাদামি, সবুজাভ স্রাব থাকে।
আমার প্রশ্ন হল, পুরোপুরি সাদাস্রাব বাইরে না দেখা গেলে, পবিত্রতার, জন্য, কিভাবে চেক করে, কোন ওয়াক্ত থেকে নামাজ শুরু করব,। পবিত্রতার জন্য চেকটা কিভাবে করব। দয়া করে সঠিক নিয়মটা জানাবেন। টিস্যু দিয়ে কতটা ভেতরে চেক করতে পারব। কাইন্ডলি একটু বিস্তারিত বললে ভাল হয়। ভয় লাগে নামাজ মিস হয়ে যাচ্ছে কিনা আসলেই পবিত্র হচ্ছি কিনা। দয়া করে বিস্তারিত বলবেন। জাযাকাল্লাহু খাইর