জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
হাদীস শরীফে এসেছেঃ-
قَالَ وَ قَالَ اللَّيْثُ عَنْ يَحْيَى بْنِ سَعِيْدٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُوْلُ الأَرْوَاحُ جُنُوْدٌ مُجَنَّدَةٌ فَمَا تَعَارَفَ مِنْهَا ائْتَلَفَ وَمَا تَنَاكَرَ مِنْهَا اخْتَلَفَ وَقَالَ يَحْيَى بْنُ أَيُّوْبَ حَدَّثَنِيْ يَحْيَى بْنُ سَعِيْدٍ بِهَذَا
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, সমস্ত রূহ সেনাবাহিনীর মত একত্রিত ছিল। সেখানে তাদের যে সমস্ত রূহের পরস্পর পরিচয় ছিল, এখানেও তাদের মধ্যে পরস্পর পরিচিতি থাকবে। আর সেখানে যাদের মধ্যে পরস্পর পরিচয় হয়নি, এখানেও তাদের মধ্যে পরস্পর মতভেদ ও মতবিরোধ থাকবে। ইয়াহইয়া ইবনু আইয়ুব (রহ.) বলেছেন, ইয়াহইয়া ইবনু সা‘ঈদ (রহ.) আমাকে এভাবে বর্ণনা করেছেন। (বুখারী ৩৩৩৬, ইসলামিক ফাউন্ডেশনঃ ২০০১ পরিচ্ছেদ)
মানব সৃষ্টির সূচনা থেকেই রুহগুলো পরস্পর একত্র।
উক্ত হাদিস থেকে সুস্পষ্টভাবে জানা যায়, রুহ জগতের পরিচয় ও বন্ধন থেকেই দুনিয়ার বন্ধুত্ব।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
দুনিয়ায় আসার আগে আমরা আলমে আরওয়াহ তে ছিলাম। আমরা এখন দুনিয়ায় যাদের চিনি,সেখানে তাদের চিনতাম।
সেখানে তাদের যে সমস্ত রূহের পরস্পর পরিচয় ছিল, এখানেও তাদের মধ্যে পরস্পর পরিচিতি থাকবে।তারাই মূলত আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব হবে।
ঐখানে কারো বিয়ে হয়েছে মর্মে কোনো হাদীসে কিছুই নেই।
সুতরাং ভিডিওতে বলা উক্ত কথাটি বানোয়াট।
(০২)
কিছু উলামায়ে কেরামগন বলেছেন স্বপ্নে বিবাহ হতে দেখলে নিজের সম্মান ইজ্জত বৃদ্ধি পাওয়া বুঝায়।
,
কেহ কেহ বলেছেন যে স্বপ্নে কেউ বিয়ে করতে দেখে, তার দ্বারা আসন্ন বিবাহ বুঝায়। স্বপ্নের সময় যদি বিয়ের পরিকল্পনা না থাকে তাহলে হয়তো যার যঙ্গে বিয়ে হতে দেখেছে তাদের বিয়ের প্রস্তাব দিতে পারে।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনার বিবাহ আসন্ন ইনশাআল্লাহ।
নির্দিষ্ট সেই ছেলেটির সাথে আপনার বিবাহ হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে।
,
তবে এটি পুরোপুরি এমনই হবে,এর খেলাফ হবেনা,বিষয়টি এমন নহে।
বিপরীতও হতে পারে।
আরো জানুনঃ-
(০৩)
যেহেতু বর্তমান টিভি ইন্টারনেটের যুগ, ১১-১২ বছরের ছেলেরা অধিকাংশই বালেগ হয়ে যায়,বা বালেগের নিকটতম হয়ে যায়, যদি বালেগ নাও হয়,তারপরেও তারা যেহেতু নারী পুরুষের দৈহিক পার্থক্য সম্পর্কে অবগত হয়ে যায়, তাই তাদের সামনে পর্দা করা ফরজ।