আস-সালামু আলাইকুম, হুজুর
প্রশ্ন: ক)
আমার ফুফার সাথে কয়দিন আমার দেখা। সে বললো ঐদিন ই সে কোন বিয়ের দাওয়াত খেতে গিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, কেমন খাওয়া দাওয়া হলো। সে বললো প্রথমে খাবারে এ গোশত এর পরিমান কম ছিল, পরে মেজবানদের কেউ একজন খাজনদারকে বলে সে তার ঘনিষ্ঠ আত্নীয়, পরে গোসত এর পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এবং পরের দিনের ও দাওয়াত দিয়েছে। আমি ফুফার কথাগুলি শোনে ফুফাকে বললাম, যাক। (অর্থাৎ "যাক ভালোই" কথাটাকে সংক্ষেপে বলেছি)।
এর পর পরি আমার মনে পেরেশানি লাগে, আমি কি কেনায়া শব্দ বললাম কিনা?
আমি যে কেনায়া শব্দ বলি নি, এইটা নিজেকে বোঝানোর জন্য ফুফাকে আরেকটু বড় বাক্যে বলি, " যাগগে, আগামি কালকে দাওয়াত খেয়ে আসেন"। এই বাক্য বলার পরেও আবার পেরেশানি লাগে, যে এই বাক্যের প্রথম শব্দে আবার কেনায়া হলো কি না?
প্রশ্ন: খ)
আমি পারিবারিক সম্মতিতে বিয়ে করেছি। বিয়ের পর আমার শ্বশুর বাড়ি থেকে কোন উপহার আনি নি(আসবাপত্র জাতীয়) যা মূলত যৌতুক। অথবা আমার শ্বশুর আমাকে যৌতুক দেয় নি। আমি বুঝতে পারি আমার বাপ মা এতে খুশি না। আমার স্ত্রী কাজ কম করে এগুলি দাবি করে, আমার বাবা প্রায়ই ঝগড়া করে আমার স্ত্রীর সাথে৷ এবং আবার স্ত্রী তার বাবার বাড়ি থেকে আসবাবপত্র আনে নি এগুলিও বলে। আমার বাবার সাথে আমার স্ত্রী ঝগড়ার অনেক সময়ই, আমার বাবা আমার স্ত্রী কে বড়ি থেকে বের হয়ে যেতে বলে। আমি মনে করি এইটা আমার বাবার মূলত খারাপ ইচ্ছা।
আমি আমার স্ত্রীকে বোঝাই এবং আমার বাবার উক্ত এই সমস্ত কথায় কান দিতে না করি।
কিছু দিন আগে আমার বাবা আমাকে বলে এক বাড়িতে কলা গাছ দেখছে অনেক বড় কাদি প্রায় মানুষের সমান, সে ওই বাড়ি ওলার কাছে কলা গাছের চারা চাইছে কিন্তু কলা গাছের চারা দেয় নি। (এমনিতে আমাদের বাড়িতে সাধারণ কলা গাছ আছে)।
আমি পরে অনলাইন এর সার্চ দিয়ে এমন বড় কাদির কলার জাতের সন্ধান পাই। পরে বাবাকে বলি, এই কলাগাছ তো অনলাইন এ পাওয়া যায়। আপনার এই কলাগাছ দরকার? আব্বা কলা গাছের কথা স্বীকার করে। পরে আমি বলি আপনার কলা গাছ দরকার হলে কলা গাছ এনে দেই, আপনার শখ পুরণের জন্য।
এই পরেই আমার পেরেশানি লাগে, প্রথমে বাবার যে খারাপ ইচ্ছের কথা বললাম ওইটাও বাবার শখ নয় তো?
আমি যতটুকে বুঝি বাবার ওই ইচ্ছা টা তো খারাপ ইচ্ছা এইটাকে তো শখ বলে না বা শখ হতে পারে না।
আমি কিন্তু বাবার কলা গাছের শখ পুরণের কথা বুঝিয়েছি (বাবার অন্য কোন শখ থাকলেও সেগুলি বুঝাইনি)। তার পরেও পেরেশানি লাগে।
এখন বাবাকে কলা গাছ এনে দিলে বা বাবা কলা গাছ নিয়ে এলে কি আমার বিয়ের কোন সমস্যা হবে?