আচ্ছালামু আলাইকুম , আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন শয়েখ। আমি একটি সপ্নের ব্যাখ্যা জানতে চাই আপনার থেকে।
আমি স্বপ্নে দেখছি, আমাদের এলাকায় যে মসজিদ আছে সেই মসজিদের মধ্যে মানুষ জুতা, স্যান্ডেল নিয়ে প্রবেশ করেছে। মসজিদের চারটা দরজা আছে। একেবারে উত্তরের দরজা থেকে আমি জুতা স্যান্ডেলগুলো বাইরে নিয়ে চলে আসছি। মানুষগুলো এমনভাবে বসে আছে যেন তারা কোনো অপরাধি করে নি। আমি এই সম্পর্কে হযরতের কাছে বিস্তারিত যানতে চাই।
আল্লাহ্‌ আপনার ভাল করুন, আমার জন্য দোয়া চাই। আচ্ছালামু আলাইকুম।