আসসালামু আলাইকুম।
কারো কাছে ২ ভরি এর কম বেশি স্বর্ণ আর ১ ভরি বা এর কম রুপা আছে(সঠিক জানেন না বিয়ের গহনা হ‌ওয়ায়)।আর কিছু নেই।বাপের বাড়ি জমির হক আছে কিছু কিন্তু ভাগ করা হয়নি জমি, মালিকানাধীন হয়নি। উনার কাবিনের ১০,০০০ টাকা যা উনি উনার স্বামীকে ধার দেন। কিন্তু তা ফেরত পাওয়ার সম্ভাবনা কম,তা নিয়ে উনি দাবি রাখবেন না ফেরত দিতে না পারলেও।উনার উপর কি যাকাত আসবে? উনার স্বামীর অবস্থা ভালো না।এখন ২২/২৩ বছর না জানার কারণে যাকাত দেয়া হয় নাই।এখন কিভাবে তা আদায় করতে হবে? (যদি যাকাত ফরয হয়)।এটা আদায় না করে মাফ পাওয়ার উপায় আছে? যেহেতু যাকাত দিতে গেলে স্বর্ণ বিক্রি করতে হচ্ছে,আর উনার স্বামীর ঋণ আছে,এমন অবস্থায় স্বর্ণ বিক্রি করে যাকাত দেয়া কষ্টকর। কারণ অর্থনৈতিক অবস্থা ভালো না।