শায়েখ আসসালামু 'আলাইকুম,,,
১/আমি একবার ভুলবশত ১ টি কলম বশি নিয়ে নিয়েছিলাম,,,কলেজে এইচএসসি পরীক্ষার আগে কলেজ থেকে ফাইল -কলম এসব দিয়েছিল,,,আমাকে যেইসময় প্রথম দিয়েছিল সেসময় আমি কলম বের করেছিলাম আমার কাজের জন্য,,পরবর্তীতে কেউ কেউ বেশি করে ফাইল নিয়ে নেয়ায় আবার সবারটা নিয়ে নেয়া হয়,,, কিন্তু আমার আর সেই কলমের কথা মনে ছিল না,,,পরবর্তীতে আমি আরেকটি ফাইল পাই এবং সেখনেও কলম ছিল,,,পরবর্তীতে আমি এক্সট্রা কলমটি আরেকজনকে দিয়ে দিই এটা বলে যে,,যার কাছে কম গেছে তাকে যেন দিয়ে দেয়,,এক্ষেত্রে কি আমি দায়মুক্ত?
২/ শায়েখ আমি আগে একটি প্রশ্ন করেছিলাম শ্রমিকের মজুরি নিয়ে,,,
https://ifatwa.info/113323/ প্রশ্নটি,,,এক্ষেত্রে শায়েখ এখানে কমেন্টে বলা হয়েছিল যে,,,আবার টাকা দিয়ে দিতে,,,কিন্তু তার সাথে আমার সরাসরি যোগাযোগ নেই,,তার সাথে আমার দেখাও হয় না,, তার সাথে যোগাযোগ যোগাযোগ করতে হলেও আবার অন্যদের মাধ্যমে করতে হবে,,,প্রথমে আমি যেখানে থাকি সেখানকার মানুষদের কাছ থেকে খাতিনদারদারের প্রধানের নাম্বার নিতে হবে,,,,খাতিনদারদের প্রধানের নাম্বার পাওয়া না গেলে আবার ডেকোরেটোরের লোকদের নাম্বার নিতে হবে ( উল্লেখ্য ডেকোরেটরের লোকদের আমি আগেই টাকা দিয়েছিলাম তাকে দেয়ার জন্য) এবং তারপর খাতিনদারদের প্রধানের নাম্বার নিতে হবে এবং তাকে বলতে হবে তাদের ছবি পাঠাতে( কিন্তু আমার মনে হয় না তারা পাঠাবে)আর যদি পাঠায়ও তাহলেও আমি টাকা দিলেও উক্ত শ্রমিকের কাছে টাকা পৌছাবে কিনা সন্দেহ,,,আর যদি সরাসরি দেখা করতে বলা হয় তাহলেও দেখা করবে কিনা জানি না,,,, এখন আমার কি করণীয়?