আসসালামু আলাইকুম। হুজুর আমার প্রশ্নের জবাব দেওয়ার বিনীত অনুরোধ রইলো।
আমার বিয়ের ৪ বছর পর ঝগড়া হয়ে রাগে আমার স্বামী আমাকে ৩ তালাক বলে ফেলে।
তখন আমাদের ২ জন ছেলে সন্তান ছিলো।
পরবর্তীতে ৩ তালাকের ৪ মাস পর ২০ হাজার টাকার বিনিময়ে আমার স্বামীর বন্ধুর সাথে আমার স্বামী আমাকে বিয়ে দেয়। বিয়ের পর ঐদিন ১ বার সহবাস করার পর আমার স্বামীর বন্ধু আমাকে ৩ তালাক প্রদান করে আমার স্বামীর নির্দেশে।
আমার স্বামীর বন্ধু বিবাহিত ছিল। তারপর আমি আমার প্রথম স্বামী ( যার সাথে আমার দুইজন ছেলে রয়েছে ) তার ঘরেই 8 মাস অবস্থান করি।
৪ মাস পর আমার স্বামীর সাথে নতুন করে আবার বিবাহ করি।
উভয় তালাকের পর আমার গর্ভে কোনো সন্তান ছিলো না।
এমতাবস্থায় উক্ত হালালার মাধ্যমে আমি কি বর্তমানে ঘর সংসার চালিয়ে যেতে পারবো?