এক মায়ের ছেলে সন্তান কখনোই নামাজ পড়ে না, শুধু মুভি দেখে হেন তেন।
তার মা তাকে প্রত্যেক দিনই নামাজের কথা বলেন, তাও ছেলে পড়ে না। সেই দুঃখে তার মা প্রতিদিনই নিম্নোক্ত কথাগুলি বলেনঃ
"নামাজ ফরজ নয়, মুভি দেখলেই চলবো" (না'উযুবিল্লাহ)
"কবরে মুভি কামে দিবো" (না'উযুবিল্লাহ)
"নামাজ থেকে মুভি বড়" (না'উযুবিল্লাহ)
এরকম কথা মা বলেন, ছেলে নামাজ না পড়ার কারনে।
এখন উপোরক্ত কথাগুলি তো কুফরি কথা। আবার মা এরকম বলেন। এরকম কথা বলার কারনে মায়ের ঈমানে ক্ষতি হবে?