আসসালামু আলাইকুম
আমি কিছু বছর আগে একটা স্বপ্ন দেখি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি বলে আমার বিশ্বাস হয়। স্বপ্নটা এরকম ছিল যে,
আমি কোথায় একটা গেছি কোন মসজিদ প্রাঙ্গণ মনে হল সেখানে এক ব্যক্তি বসা ছিল যার বাবরি চুল গায়ে জুববা ছিল কিন্তু আমি তার মুখটা শিওর দেখেছি কিনা মনে পড়ছে না। সাথে আরো একজন ছিল যাকে স্বপ্নের মাঝে আমার ইয়াকিন ছিল যে তিনি ঈসা আলাইহিস সালাম। তার আকৃতি আমার মনে নেই। আমি এই দুজনকে একসাথে বসা দেখলাম এবং স্বপ্নের মাঝে আমি শিওর ছিলাম যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অপর টি ঈসা (আ)।
তারপর দেখলাম আকাশ থেকে একটা আলো যেটা আমার বাবার শরীরে এসে পৌঁছালো এবং মুহুর্তে সেটা উঠে আমার শরীরের মধ্যে প্রবেশ করল এবং আমি খুবই প্রশান্তি অনুভব করছিলাম ঘুমের মাঝে। তারপর সে আলোটি একটা লোকের নির্দেশ করলো যিনি অনেক বুজুর্গ মতন ছিলেন। গায়ে জুব্বা আর লম্বা দাড়ি সাদা ফর্সা লোক।আমি তার কাছে জিজ্ঞেস করলাম এই আলো আমার শরীরে প্রবেশ করার কি কারণ। আমার মনে পড়ে তিনি এর দ্বারা নেককার সুসন্তানের সংবাদ দিয়েছিলেন কিন্তু তখন আমি অবিবাহিত ছিলাম। এরপর স্বপ্ন টা মা কে বলেছিলাম তিনি বললেন হইতো ভুল কিছু দেখেছো।এখন আমার বিয়ে হয়েছে তিন বছর আমি নিঃসন্তান।একবার গর্ভপাত হয়েছে।আমার প্রশ্ন আসলে স্বপ্নের ব্যাখ্যাটা কেমন?
বা মা কে বলার পর তিনি যেভাবে তাচ্ছিল্য করেছেন এতে কি আমার স্বপ্নের মাহাত্য হারিয়ে যাবার আশঙ্কা আছে?