আসসালামু আলাইকুম, শায়েখ। আমি এক কঠিন পরিক্ষার মুখোমুখি আছি, দয়া করে সঠিক পরামর্শ দিবেন।
আমার একটি বিয়ের প্রস্তাব আসে, ছেলে সোনালী ব্যাংকের ম্যানেজার,তাই আমি প্রস্তাবটা না করে দেই।তবে আমার পরিবারের সবাই রাজি, আমার মামা, বাবা সবাই আমার সাথে রাগ করে আছে। আমি কোনোভাবেই একজন সুদ রিলেটিভ কারো সাথে থাকতে পারব না,আমি সবাইকে জানিয়ে দেই।এরপর থেকে সবাই আমার সাথে তেমন কথা বলে না,বাজে বাজে কথা বলে। আমার মা বিছানায় পড়া,এককথায় প্রায় মৃত্যুসয্যায়(আল্লাহ তাঁকে সুস্থ করুক)।তবুও মা আমার সাথে এটা নিয়ে অনেক রাগারাগি করে। আমি তাদের সবাইকে বুঝানোর সব চেষ্টা করেছি,আমার আর কোনো পথনেই বোঝানোর।এরপর থেকে মা আমার সাথে সব কথা বলা বন্ধ করে দিয়েছে, আমাকে অভিশাপ দিয়েছে আমি কখনো সুখি হবো না,,আমাকে সারাদিনই শুয়ে শুয়ে অভিশাপ দেয়,গালি দেয়,তাদের কথা না শুনায়। আমি মায়ের রাগ ভাঙতে সব চেষ্টা করেছি। কোনো ভাবেই রাগ ভাঙবে না,শুধু আমি যদি ঐ ছেলের সাথে বিয়েতে রাজি হই, তাহলেই রাগ ভাঙবে।সবাই আমাকে নিয়ে অনেক অনেক কটু কথা বলে।আমি শুধু আল্লাহর জন্য এ বিয়েটা না করে দেই,কেউই সুদের শাস্তিটা বুঝতে চাইছে না।আমি অনেক একা হয়ে গেছি।কেউ পাশে নেই। সবাই অনেক কিছু বলছে।আমি আর পারছি না যুদ্ধ করতে,অনেক ক্লান্ত হয়ে গেছি। আমার মায়ের অভিশাপ কি আমার উপর লাগবে? তাদেরকে বুঝানোর সব রাস্তা শেষ,আমার এখন করনীয় কি,বিয়েটা কি করা উচিত,এমন মানুষকে??
২))আমার বাড়িতে মাহরাম,নন মাহরাম এগুলো কেউ তেমন একটা গুরুত্ব দেয় না।তবে আমি আমার বোন মেনে চলার চেষ্টা করি। কিন্তু বাইরে মেনে চললেও বাসায় ফুফাতো ভাইরা আসলে তাদের সামনে যেতে হয়, আমি কখনও তাদের সামনে যেতে চাইনা,তারাও বুঝে না,আমার বাবাও বুঝে না,কিছু বললে কটু কথা শুনায়।এ অবস্থায় যখনই তাদের সামনে পরতে হয় তখনই আমি আল্লাহর কাছে মাফ চাই, তাদের সামনে যতটা কম আসার চেষ্টা করি,শুধু মুখ, হাত পা খোলা থাকে,আমার অনেক আনইজি লাগে। এজন্য কি আমারও পাপ হচ্ছে, আমি নিরুপায়।কেউ বুঝে না,আমার করনীয় কি?