(একবোনের পক্ষ থেকে প্রশ্ন)
আসসালামু আলাইকুম।
আমি একটা কারিগরি স্কুল & কলেজ এর ফিজিক্স এর শিক্ষিকা।
পরিক্ষার ডিউটিতে আমাদের বলা হয় শিক্ষার্থীদের ছাড় দিতে।আর কারিগরির শিক্ষার্থীরা অধিকাংশই দুর্বল। তাদের ছাড় না দিলে ফেল করবে।ছাড় দেয়া মানে তাদের দেখাদেখি করতে দেয়া।শিক্ষক হিসেবে তাদের অন্যায় করতে যেমন দিতে পারিনা, তেমন ফেল করলে তাদের ফলাফল খারাপ হবে এই মানবিক দিক চিন্তা করে আপনি অনেক কষ্ট করে বোর্ড পরিক্ষার ডিউটি নেইনি।কিন্তু সব সময় এমন ভাবে ডিউটি কাটানো যায় না।
আমার ১নং প্রশ্ন:এমন ছাড় দিয়ে ডিউটি করলে আমার ডিউটির টাকা কি হালাল হবে??
আমার ফিজিক্সে ওদের ব্যবহারিক & ভাইবা পরিক্ষা আছে। সেই পরিক্ষায় আমাকে অবশ্যই তাদের ইন্টার্নাল & অন্যান্য কলেজের শিক্ষার্থীদের এক্সটার্নাল শিক্ষক হিসেবে থাকতে হবে & তাদের পাস নাম্বার দিতে হবে।
আমার ২য় প্রশ্ন :তারা যদি কোন প্রশ্নের উত্তর ই না দিতে পারে তাহলে তাদের পাস নাম্বার দিয়ে পাস করিয়ে দেয়া কি জায়েজ হবে?? নাকি আমার গুনাহের কারণ হবে ?