আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
বিড়ালের প্রস্রাবে বেডশিট ও তোষক ভিজে গিয়েছে, এখন পাক করার উপায় কি? আমার ওখানে নামাজ পড়তে হয় আসলে তাই । তোষকটা ভারি - ধোয়া সম্ভব না হয়তো, যদি ৩বার পানি প্রবাহিত করতে বলা হয় তো এই ব্যাপারটা বুঝতে পারছিনা উস্তায । যেখানে তোষক তোলা ই যাচ্ছেনা সেখানে পানি প্রবাহিত করার নিয়ম? পানি ফ্লোরে গড়িয়ে পড়লে বা তোষকের অন্যদিকে গড়িয়ে পড়লে ওগুলো ওতো নাপাক হয়ে যাবে । একটু বিস্তারিত বুঝিয়ে দিলে মুনাসিব হতো উস্তায ।
(সার্চ করে প্রশ্নের উত্তর খুঁজেছি, তবে আমার প্রশ্নের সাথে মিল পাচ্ছিলাম না জিজ্ঞেস করা, একটু আর্জেন্ট প্রয়োজন)