আসসালামু আলাইকুম। উস্তায মেয়ে বাবুর নাম আবিহা জান্নাত রাখা যাবে কি? এর অর্থ কি? আবিহা নাম ফাতেমা (রা:) এর নিক নাম ছিলো এইটা কি সঠিক?
আয়েশা, মারিয়াম, খাদিজা, ফাতেমা, যাইনাব, এসব ছাড়া মেয়ে বাবুর কিছু অর্থপুর্ন নাম যদি সাজেস্ট করতেন তাহলে ভালো হতো, আসলে অর্থপুর্ন ইসলামিক নাম যেগুলা প্রসিদ্ধ সব গুলা আমার ফ্যামেলির মানুষদের নামের সাথে মিলে যায় সেজন্য অনেক পেরেশানিতে আছি মেয়ের নাম রাখা নিয়ে।যদি কিছু নাম সাজেস্ট করতেন।....
(২)বাবু ভুমিস্ট হওয়ার পর কি কি সুন্নাহ রয়েছে সেগুলাও জানতে চাচ্ছি।
(৩) বাবুর কানে যে আজান দেওয়ায় হয় এইটা কি সম্পুর্ন আজান দিতে হবে? জন্মের কতো সময়ের মধ্যে আজান দিতে হয়?
(৪)তাহনিক কি যে কেউ করলে হবে??