আসসালামু আলাইকুম
--------------যৌতুকের টাকা দিয়ে ওয়ালিমা --------------------
একজনের ৩ মেয়ে, ১ ছেলে।
১ম ও ২য় মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দিয়েছে।
আর যারা যৌতুক নেয় তারা স্ত্রীকে দেনমোহর দেয় না। ( তবে যৌতুকের টাকা থেকে কিছু আদায় করতে পারে )
৩য় মেয়েকে যৌতুক ছাড়া বিয়ে দিয়েছে।
স্বামী তার স্ত্রীকে ১ লক্ষ+ দেনমোহর দিয়েছে এবং সম্পূর্ণ পরিশোধ করেছে।
১ মাত্র ছেলের বিয়ে ঠিক হয়েছে কিন্তু যৌতুক নিয়ে।
প্রশ্নকারী যেমনটা জানে -
মধ্যস্থতাকারী : আপনারা কিছু নিবেন ?
ছেলের বাবা কিছু নিবেনা। ("দিলে দিবে , না দিলে নাই" এরকম। তবে দিলে অবশ্যই নিবে। )
ছেলে নিবে (গাড়ি/টাকা ) এবং ছেলের বাবা না চাইলেও ছেলের পক্ষে সমর্থন আছে।
এটা উপহার নয়। কেননা উপহার তো সেটাই যা মানুষ খুশি হয়ে স্বেচ্ছায় দেয় এবং কখনো দাবি করে না।
তাই এটা স্পষ্ট যৌতুক। তবে জোরপূর্বক নয়, কেননা মেয়ে পক্ষ যতটুকু দিতে চাচ্ছে ছেলে পক্ষ ততটুকুই নিতেছে।
প্রশ্ন ১: এই যৌতুকের টাকা দিয়ে ওয়ালিমাসহ সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করা কি জায়েজ/হালাল হবে? সেখানে খাওয়া কি হালাল ? এমন ব্যক্তি কি খেতে পারবে যে যৌতুক নেয় নি , স্ত্রীর দেনমোহর আদায় করেছে , হালাল হারাম বেছে চলে ?
নাজায়েজ হলে-
প্রশ্ন ২: এড়িয়ে যাওয়া সম্ভব না হওয়ায় সেখানে অংশগ্রহণ করে উপহারের নাম করে তার মূল্য দেয়ার মাধ্যমে কি অংশগ্রহণ করা যাবে ?