আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
মাগরিবের আজান দেওয়ার একটু আগেই ঘুম চলে আসছিলো তখন ই একটা স্বপ্ন দেখি। একটা ঝুড়ির মধ্যে তিন টা বিড়াল এর বাচ্চার মতো কিন্তু বিড়াল এর বাচ্চা ও না ঠিক। ওই রকম ই দেখতে কিছু একটা হবে, তিন টা তিন কালার এর ছিল। একটা আমার দিকে দুই হাত বাড়িয়ে দিচ্ছিলো যাতে আমি ধরি। প্রাণী জিনিস এমনি ও বাস্তবে আমি ধরতে পারিনা, স্বপ্নে ও ভাবসিলাম যে ধরবো কিনা। তো পরে ধরি, আর এই প্রাণী বাচ্চা গুলো কথা বলতে পারছিলো, আমি ধরার পর আমাকে মা ডাকা শুরু করছিলো, তিন তাই আমাকে মা ডাকছিলো, বলছিলো যে মা তোমার হাতের রান্নাই কিন্তু আমরা খাবো। আমি বলছিলাম যে আমি তো রান্না করি না তোমার নানু রান্না করে, আর বাস্তবে আমার আম্মু ই রান্না করে ঐটাই স্বপ্নেও বলছিলাম। পরে একটা বাচ্চা রাগ করে ফেলছে, আমি কেন রাধবো না। আর এইখানেই স্বপ্ন টা শেষ।
দুই দিন আগে আরেকটা স্বপ্ন দেখেছিলাম যে, আমার স্বামী ৩ টা পানি খাওয়ার নতুন বোতল কিনে এনেছে, ৩টা ৩ সাইজ এর। সাথে একটা বেশিন ছিল আর বলতেছিলো যে তোমার গর্ভাবস্থায় এই বেশিন এ সহজে ওযু করতে পারবা।
এখন বলি, আমরা বাচ্চা নেয়ার চেষ্টা করতেছি, এই মাসে কিছু লক্ষণ ও আছে, এখনো জানিনা কি হবে, আল্লাহ ই ভালো জানেন। তো জানতে চাচ্ছিলাম যে এই স্বপ্ন গুলোর মানে কি?? একটু দয়া করে যদি বলতেন।