জাযাকাল্লাহু খাইরান হুজুর।
ডি,পি,এস আমি এই বছর পরেই ভেংগে ফেলবো ইন শা আল্লাহ, আর কখনো করবো না, তাওবা করছি, যদিও এটা একটা ইসলামি ব্যাংকে রাখা।
ডি,পি,এস এর টাকা দিয়ে যদি জমি কিনি হুজুর, ফেলানো থাকে / ফল গাছ লাগায় তখন কি ঐ জমির কোন যাকাত আসবে?
আর এর মধ্যে হজ্জের নিসাব হলে, নিয়ত আছে ২০২৮ সালে হজ্জ করার, এখন ঐ টাকা কি গুছায়ে রাখতেই হবে, জমি কিনলে / অন্য কাজে লাগালে সমস্যা আছে?