আসসালামু 'আলাইকুম। আমার স্বামী, শাশুড়ি, ননাস সবাই একই বিল্ডিং এ আলাদা আলাদা বাসায় থাকি। আমার স্বামী প্রথম থেকেই উনার মা, বোনের সাথে ভাগে কোরবানি দিয়ে থাকেন। উনারা বেনামাজি, কখনোই নামায পড়েন না। ইসলামের সমস্ত ফরয বিধান নিয়েই কটাক্ষ করেন, অধিনস্তদেরও ফরয ইবাদাতে বাধা দেন, ইনকামের বিষয়ে উনাদের বক্তব্য হচ্ছে এতো হালাল-হারাম বেছে চলা যায় না। নামায, রোযা, পর্দা, দাড়ি এসব বিষয়ে বক্তব্য হচ্ছে এসবের দরকার নাই, বেনামাজিরা নামাজিদের চেয়ে ভালো, মেয়েরা পর্দা করে চুরি করার জন্য! কোরবানি দেন মূলত বাজার থেকে এতোগুলো মাংস কিনতে গেলে দাম বেশি পরবে এবং উনারা বাড়িওয়ালা, কোরবানি না দিলে মান সম্মানের বিষয় জড়িত। এসব বিষয় বিবেচনা করে আমার মনে হয়েছে উনাদের সাথে ভাগে কোরবানি দিলে সেটা আদায় হবে না। কিন্তু আমার স্বামী মনে করেন এক বাড়িতে থেকে তাদের সাথে কোরবানি না দিলে সামাজিকভাবে প্রশ্নের সম্মুখীন হতে পারেন, এবং অবশ্যই উনার মা, বোন কষ্ট পাবেন, উনারা অপমান করবেন এবং কথা বলা বন্ধ করে দিবেন। এমতাবস্থায় আমার স্বামীর করনীয় কি?