ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) স্বামীর আগে অন্য মেয়ের সাথে কথা হত এসব নিয়ে স্ত্রী মেসেজের মাধ্যমে বার বার স্বামীকে এসব কারণে বলতেছিল মানে কথাকাটাকাটি আর কি।সকালে উঠেও স্ত্রী এসব নিয়ে মেসেজ দিছে।রাত থেকে এসব মনমালিন্য চলতেছিল। তহ স্বামী যদি সইতে না পেরে বলে "যা আরেকটা কর গা বিয়ে।আমি কিছু বলব না।যা বিদায়। কতবার মাফ চাইছি তুর থেকে তবু বলতেছচ "।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
তালাকের নিয়ত ছাড়া মেসেজে এসব কথা বলার দ্বারা কোনো তালাক হবে না।
(২) নিয়ত জিজ্ঞেস করলে যদি স্বামীর রেগে যাওয়ার অভ্যাস থাকে, তাহলে এক্ষেত্রে স্বামীকে জিজ্ঞাসা না করাই উচিত। কখনো স্বামীকে জিজ্ঞাসা করবেন না।
আপনি অত্যান্ত যত্নসহকারে নিম্নোক্ত লিংকটি পড়বেন।