উস্তায,বিষয়টা এক পরিচিত বোনের।
গতকালও জিজ্ঞেস করেছিলাম আপনাকে এই বোনের বিষয়ে।
বোনটি পরিবারকে না জানিয়ে বিয়ে করে নেয় হারাম সম্পর্ক থেকে বের হওয়ার জন্য।কিন্তু বিয়ের সময় ছেলের পরিবার সম্পর্কে অনেক কিছুই বোনটি জানতো না।ধীরে ধীরে ছেলের পরিবার সম্পর্কে জানতে পারে এবং তাতে দেখা যায় যে ছেলে - মেয়ের পরিবারের মধ্যে অনেক তফাৎ।যেমন - আর্থিক দিক থেকে,দ্বীনদারীর দিক থেকে।
মেয়ে অনার্স পাশ কিন্তু ছেলে ইন্টার মিডিয়েট পাশ।মেয়ের পরিবারের আর্থিক অবস্থা বেশ ভালো অপরদিকে ছেলেদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না।ছেলে দ্বীনের ব্যাপারে কিছুটা উদাসীন।এদিকে মেয়ের বাবা ভালো মানের সরকারি চাকুরীজীবী ছিলেন,ছেলের বাবা গার্মেন্টস এ চাকরি করেন।এই ধরনের অনেক কিছুই কম বেশি আছে।
পরে বোনটি বুঝতে পারে যে তার পরিবার যদি কখনও জানতে পারে তাহলে এই ছেলেকে কোনোদিন মেনে নিবে না।তখন তাদের মধ্যে ঝামেলা শুরু হয়।মেয়েটি বারবার বিচ্ছেদ চাইতে থাকে।যেহেতু তারা আলাদা জেলায় থাকে তাই তাদের মধ্যে মোবাইলের ম্যাসেজেই কথা হয় বেশিরভাগ সময়।
এরকম এক পর্যায়ে মেয়ে বলে যে সে সবকিছু থেকে,ছেলের কাছ থেকে মুক্তি চায়।ছেলে তখন ম্যাসেজে উত্তর দেয় যে "দিলাম,মুক্ত থাকো তুমি"।( এক্ষেত্রে তার অন্তরে তালাক দেয়ার নিয়ত ছিলো কিনা জানা নেই)
এরপর ছেলে বলে যে,"মনে করো আমি মারা গেছি।এটা মনে করে তুমি নিজের জীবন গুছিয়ে নাও।হাজবেন্ড মারা গেলে তো মেয়েরা আবার বিয়ে করতে পারে,তো তুমিও সেভাবে নিজের জীবন গুছিয়ে নাও।আর যদি এটাতে প্রবলেম হয় তাহলে তুমি আমাকে ছেড়ে দিও।"
এরপরেও দুই একদিন রাগারাগির এক পর্যায়ে ছেলে বলে যে,তোমাকে মুক্তি দিলাম।( এখানেও তার অন্তরে তালাক দেয়ার নিয়ত ছিলো কিনা জানা নেই)
আবার অন্য একদিন কথা প্রসঙ্গে মেয়ে বলে যে,"আমার পরিবার যদি কখনো তোমাকে মেনে না হয় তাহলে আমি কি করবো?"
ছেলে উত্তর দেয় যে," তাহলে তোমার পরিবারকেই তুমি বেছে নিও।"
এখন বোনটির প্রশ্ন হলো যে -
উল্লিখিত প্রথম সুরতে ছেলের কথার দ্বারা কি তাদের ডিভোর্স হয়ে গেছে?
আর দ্বিতীয় ক্ষেত্রে -
মেয়ের পরিবার যদি রাজি না থাকে ছেলের কথার দ্বারা কি মেয়ে তালাক প্রদানের অধিকারী হয়েছে?মেয়ে নিজে থেকে তালাক দিতে পারবে?
ছেলে আর একজায়গায় বলেছে যে,তাতেও সমস্যা হলে তুমি আমাকে ছেড়ে দিও।এমন কথার দ্বারা কি মেয়ে তালাক প্রদানের অধিকারী হবে?
উল্লেখ্য,মেয়ের অন্য কোনো সমস্যা নেই।
তার পরিবার যদি কখনো জানতে পারে যে সে এই কাজ করেছে তাহলে হয়তো তার মা বাবার মারাত্মক কোনো দুর্ঘটনার শিকার হবে( যেহেতু মেয়ের মা এক আর স্ট্রোক করেছিলেন)।বাবা মায়ের সম্মান রক্ষার্থে মেয়েটি এই সম্পর্ক থেকে বের হতে চায়।
এক্ষেত্রে বোনটি তার করণীয় সম্পর্কে জানতে চাচ্ছে।