আসসালামু আলাইকুম।
IBM Smart Chip নামে একটা ওয়েবসাইটে টাকা ইনভেস্ট করলে প্রতি ঘন্টায় নির্দিষ্ট কিছু টাকা লাভ দেওয়া হয়। এরকম ৬০ দিন তারা লাভ দিবে। এছাড়াও কাউকে এপটা রেফার করলে ৩২% কমিশন দেওয়া হয় তার ইনভেস্টমেন্ট মানির। আর টাকা উইথড্র করতে গেলে ১৫% ভ্যাট কেটে নেয় গভমেন্ট এর জন্য। এখন এই টাকাটা কি হালাল হবে? দয়া করে মুফতি সাহেব জানাবেন। আমার জন্য টাকাটা ইনভেস্ট করা অনেক জরুরি। তবে ইনশাআল্লাহ হালাল না হলে আমি এক টাকাও ইনভেস্ট করবো না।
আমার ভাই ইনভেস্ট করেছে তবে সে এগুলো দিয়ে ঘুরবে, খাবে না। কিন্তু হারাম হলে এই টাকা তার কি করা উচিত?