আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমার পিরিয়ড রেগুলার না।
১.৫ মাস বা ২ মাস পর পর পিরিয়ড হয় আমার।
কিছুদিন ৯ দিনে ফরজ গোসল করে নামাজ পড়ছি।
তারপর কিছুদিন ৮ দিনে ফরজ গোসল করে নামাজ পড়ছি।
গত মাসে আবার ৬ দিনে ফরজ গোসল করে নামাজ পড়ছি।
এই মাসে ১০ দিন হয়ে গেছে তাও পিরিয়ড চলতেছে।
এখন আমি কয়দিন পিরিয়ড ধরব আর কয়দিন ইস্তিহাযা ধরব।
কয়দিনের নামাজ কাযা পড়তে হবে আমার?