السلام عليكم ورحمة الله وبركاته
ওস্তাদ, একবার আমার সাথে আমার এক দ্বীনি ভাইয়ের বিয়ে নিয়ে কথা হচ্ছিল। কথা বলার মাঝখানে হঠাৎ করে একটা বিষয়কে কেন্দ্র করে আমি আবেগে বা ফ্যান্টাসিতে পড়ে ঐ ভাইকে বলেছিলাম যে, আল্লাহর কসম আমি যদি সামর্থ্যবান হই, তাহলে আমি বিয়ে করার আগে আপনাকে বিয়ে করাবো! কথাটা ছিল জাস্ট ফ্যান্টাসিতে পড়ে, যাকে বলা হয়েছিল সেও এই কথাটা অতটা গুরুত্ব সহকারে নেয়নি।
ওস্তাদ, এখন আমার খুব সামর্থ্য হয়েছে এরকম না! কিন্তু তারপরও যদি আমি টেনেটুনে ওনার আগে বিয়ে করে ফেলি, তাহলে কি কোনো কাফফারা দিতে হবে?
এই ওয়াদা খেলাফের গুনাহ থেকে বাঁচার জন্য কি আমি কি ওনার কাছে এই ওয়াদা ফিরিয়ে নেয়ার জন্য মাফ চেয়ে নিব?
ওস্তাদ, বুঝিয়ে বললে মুনাসিব হতো।
জাযাকাল্লাহ খইর।