আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ,
আমার একজন পরিচিত ব্যাক্তি আছেন।তাঁর কাছে একজনের কিছু টাকা আমানত হিশেবে রাখা আছে। পরিচিত ব্যক্তি তার প্রয়োজনে ঐ টাকা থেকে কিছু টাকা খরচ করতে চাচ্ছেন, এবং টাকা পাওয়ার পরে টাকাটা তিনি দিয়ে দিবেন। অর্থাৎ,টাকাটা তিনি টাকার মালিককে না বলে কর্জ হিসেবে নিতে চাচ্ছেন। এবং টাকা‌ পাওয়ার পরে তিনি ফিরিয়ে দেবেন বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
"মালিককে না জানিয়ে কর্জ হিসেবে টাকা খরচ করা এবং পরে ফিরিয়ে দেওয়া" এভাবে কি জায়েজ হবে তার জন্য?