আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
20 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (27 points)
আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ,

আমার একজন পরিচিত ব্যাক্তি আছেন।তাঁর কাছে একজনের কিছু টাকা আমানত হিশেবে রাখা আছে। পরিচিত ব্যক্তি  তার প্রয়োজনে ঐ টাকা থেকে কিছু টাকা খরচ করতে চাচ্ছেন, এবং টাকা পাওয়ার পরে টাকাটা তিনি দিয়ে দিবেন। অর্থাৎ,টাকাটা তিনি টাকার মালিককে না বলে কর্জ হিসেবে নিতে চাচ্ছেন। এবং টাকা‌ পাওয়ার পরে তিনি ফিরিয়ে দেবেন বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

 "মালিককে না জানিয়ে কর্জ হিসেবে টাকা খরচ করা এবং পরে ফিরিয়ে দেওয়া" এভাবে কি জায়েজ হবে তার জন্য?

1 Answer

0 votes
by (648,600 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আমানতের টাকায় মালিকের অনুমতি ব্যতিত হস্তক্ষেপ করা নাজায়েয। হ্যা, যদি কেউ মালিকের অনুমতি ব্যতিত খরচ করে ফেলে, তাহলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। সাধারণত আমানত নষ্ট হয়ে গেলে জামানত আসেনা।তবে বিনা অনুমতিতে খরচ করলে তাতে জামানত আসে। অন্যর টাকা খরচ করার জন্য যথাসম্ভব  তার কাছে, ক্ষমা চেয়ে নিবেন।এবং আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/84616

لو أودع رجلا عشرین ذھبا عثمانیا لزم الودیع أن یرد ھذہ الذھبات عینا۔ ( شرح المجلة لسلیم رستم باز، ص: ۱۲۴، رقم المادة : ۲۴۳)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
" আমানতের টাকা মালিককে না জানিয়ে কর্জ হিসেবে খরচ করা এবং  ফিরিয়ে দেওয়া "  জায়েয হবে না। তবে কেউ হালাল হারামের তোয়াক্কা না করে খরচ করে ফেললে তাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে। মালিকের কাছে ক্ষমা চাইতে হবে। এবং আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...