বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যদি বেহুশ অবস্থায় কারো পাঁচ ওয়াক্ত নামায বা তার চেয়ে বেশী নামায কা'যা হয়ে যায়,তাহলে উনি আর শরীয়তের মুকাল্লাফ থাকবেন না। তবে যদি পাঁচ ওয়াক্ত নামাযের পূর্বেই হুশ চলে আসে,তাহলে উনি শরীয়তের মুকাল্লাফ থাকবেন। যথাসম্ভব নামায আদায়ের চেষ্টা করবেন,নতুবা কাফফারা আদায়ের অসিয়ত করে যাবেন।নিজ জীবদ্দশায় নামাযের কাফ্ফারা আদায় করা সমুচিত নয়।(কিতাবুন-নাওয়াযিল-৫/৫১১)(ফাতাওয়ায়ে দারুল উলূম দেওবন্দ-৪/২৫৪)অক্ষম ব্যক্তির নামায সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1411
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার আব্বু বেহুশ হওয়ার পর যেহেতু মৃত্যুর পূর্ব পর্যন্ত আর সুস্থ হননি,তাই উনি শরীয়তের মুকাল্লাফ নন। উনার উপর নামায রোযা ফরয নয়। তাই বেহুশ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যত নামায কাযা হয়েছে, সেগুলোর কাযা/কাফফারা উনাকে আদায় করতে হবে না। হ্যা, বেহুশ হওয়ার পূর্বে যদি কোনো নামায বা রোযা কাযা থাকে, তাহলে সেগুলোর ফিদয়া আদায় করতে হবে।