আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি একজন মেয়ে। আমার ৪বছর+ আগে বিয়ে হয়। আমার বিয়ের দেনমোহর ছিলো ১লক্ষ টাকা। এটা উনি পরিশোধ করে নি। বিয়ের রাতে ৫হাজারের মতো দিয়েছিলো। সেটাও ২দিন পর নিয়ে যায়। বিয়েতে উনি প্রতারণার আশ্রয় নেন, যেটা আমরা পরবর্তীতে বুঝতে পারি। বিয়ের ৩য় বা ৪র্থ দিনে উনি আমাকে বলেন, আমি যদি কখনো কোন ছেলের সাথে কথা বলি তাহলে ১তালাক পতিত হবে, সেটা যেকোনো ছেলে হতে পারে।(কোন কারণ ছাড়াই) এর কিছুক্ষণ পরপরই উনি এটা তুলে নেন কারণ এটা উনার কাছেই অযৌক্তিক মনে হয়েছে। এতে আমি প্রচন্ড ভেঙে পড়ি। এটা শুনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কিন্তু পরিবারের কাউকে কিছু জানাই নি। এরপর ২/২.৫ মাস পর উনি আমাকে তালাক দিয়ে দেয়া এই সংক্রান্ত কিছু বলেছেন। যেটাতে তখন আমি বুঝতে পারি আমার তালাক্ব ১টা পতিত হয়ে গিয়েছে। এটার পর আমি অনেক কান্নাকাটি করি এবং তারপর উনি রাতে স্বামী-স্ত্রী সুলভ আচরণ করতে চায়, তখন আমি রাজি হইনি আর উনি চাচ্ছিলেন যেন করি যেন তালাক পতিত না হয়। এভাবে সেই রাত যায়। এরপর কষ্ট পেলেও পরদিন থেকে স্বাভাবিক হয়ে যাই। উনি তখন আসলে কোন কথাটা বলেছিলো যার কারণে তালাক্ব পতিত হয়েছে, সেটা মনে করার চেষ্টা করছি কিন্তু মনে করতে পারিনি। গত ৪বছর ধরেই চেষ্টা করছি মনে করার। মনে পড়ছে না। শুধু মনে আছে উনি তালাক্ব দিয়েছেন। এই তালাক্বের হুকুম কি হবে?
বিয়ের ৪র্থ মাসে উনি আমার বাবার সাথে রাগ করে আমাকে ১তালাক দেন। এরপর উনার প্রতারণা, মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে আমি ও আমার পরিবার মিলে তালাক্বে তফউইজ গ্রহন করার সিদ্ধান্ত নেই। উনি কথায় কথায় তালাকের ভয় দেখানো ও তুচ্ছ তাচ্ছিল্য করেন। রেজিস্ট্রি অফিস থেকে উনাকে ও উনার পরিবারকে পেপার পাঠিয়ে দেয়া হয়। কিন্তু উনি কোথাও সাইন করেন নি এবং উনি কাগজ ব্যাক পাঠিয়ে দেন এবং কখনো সাইন করবেন না বলে জানান।
এখন আমার প্রশ্ন আমার আসলে কয় তালাক সম্পন্ন হয়েছে? উনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, প্রতারণা করেছেন। উনি কখনোই তালাক পেপারে সাইন করবেন না। ৪বছর হয়ে গিয়েছে উনি আমাকে এখনো ডিস্টার্ব করেই চলছেন। আমি যেন ফিরে আসি সেজন্য উনি প্রায় ১বছর আগে ৫০হাজার টাকা পাঠান বাসায়। উনি ঝামেলা করছেন তাই আমাকে না জানিয়েই বাসায় টাকাটা রেখে দেয়।(উনি ডিভোর্সের ২.৫ মাস পর্যন্ত তেমন যোগাযোগ করে নি। এর মাঝে একবার আমার ফ্যামিলিকে বলেছে আমি আমার তালাক তুলে নিলাম। ও আমার স্ত্রী। ২.৫ মাস হবার পর থেকে খুব ঝামেলা করেছিলো। আব্বুর অফিস, আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে সব জায়গায় কোথায় বাদ রাখেনি)। আমরা দেনমোহরের টাকা কখনো দাবি করি নি বা চাইনি। উনি টাকাটা পাঠিয়েছেন এটা আমি অনেক পরে জেনেছি। এখন প্রায় ৪বছরের কাছাকাছি হয়ে গিয়েছে। আমি অন্যত্র বিয়ে করতে পারব কিনা? বিয়ে করলে সেটা হালাল হবে কিনা? কাবিননামার ১৮নাম্বার কলাম অনুযায়ী হ্যাঁ লিখা ছিলো। বিয়ের সময় হ্যাঁ, না উনিও কিছু বলে নি। কাজী ও কিছু জিজ্ঞেস করে নি। এখন আমার কি করনীয় যদি উনি সাইন না করেন? যদি পরিপূর্ণভাবে তালাক্ব না হয়ে থাকে তাহলে আমি কিভাবে তালাকটা নিতে পারি? আমাকে একটু কষ্ট করে বিস্তারিত বুঝিয়ে বলবেন প্লিজ।
জাযাকাল্লাহ খইরন।