আসসালামু আলাইকুম,
আমি ফজরের ওয়াক্তে স্বপ্ন দেখি, আমরা পরিবারের সবাই কোথাও যাচ্ছি, পুরো দেশে অনেক বৃষ্টি। বৃষ্টির কারণে সারাদেশে গাড়ির এক্সিডেন্ট হচ্ছে। আমি বাস্তবে পানি দেখলে ভয় পাই ( নদী, সমুদ্র) আজকে স্বপ্নে কি কি দেখেছি আমার পুরোটা মনে নেই। শুধু মনে আছে দেশে অনেক বৃষ্টি, আমার ছোট ভাই (৫ বছর) সমুদ্রে ডুবে মারা গেছে। আমার সৎ ভাই, আমার ছোট আম্মু কান্না করতেছে আর বলতেছে আমার ছেলেরে পানি খাইয়া ফেলছে, আমার ছেলের এতটুক হায়াত ছিল।
আমার খুব অশান্তি লাগছে দেখার পর থেকে, এই স্বপ্নের ব্যাখ্যা কী? কোন দান সদাকা করলে কি হবে?