আসসালামু আলাইকুম,
খোলা তালাক নেয়ার সময়-
১.স্ত্রী পক্ষ কোন মোহর মাফ করে নি।সম্পূর্ণ মোহরই নিয়েছে।কিন্ত, তারা বলেছে ইদ্দতকালীন খোরপোষ মাফ করলাম।
২.অপরদিকে স্বামীপক্ষ স্ত্রীকে 'বিয়ের পর' যে স্বর্ণের গহণা স্ত্রীকে 'উপহার'হিসেবে দিয়েছিলো(মোহর হিসেবে নয়) তা স্ত্রীকে ফেরত দেয় নি।তা অবশ্য খোলা তালাকের বিনিময়ের চিন্তা থেকে নয়, বরং,এ চিন্তা থেকে রেখেছে যে,সংসার যখন স্ত্রী করবে না,তাহলে তাকে দেয়া উপহারও আমরা রেখে দিবো।
অত:পর কাজী সাহেব স্বামী স্ত্রী উভয় থেকে একটি রেজিস্ট্রার এ স্বাক্ষর নেয়,সেখানে লিখা ছিলো- খোলা তালাক কবুল করিলাম।দেনমোহর সহ দেনাপাওনা বুঝে পেলাম।অত:পর স্বামী-স্ত্রী উভয়ের কাছে খোলা তালাকের নোটিশটি পাঠিয়ে দেয়
আমার প্রশ্ন হলো:
১)উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে খোলা তালাক কি পতিত হয়েছে?
২)আরেকটি প্রশ্ন(ভিন্ন টপিক): ১ তালাকে বায়েন এর পর কি খোলা তালাক পতিত হয়?