ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না। হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ "
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (তালখিসুল হাবীর-১২৪৯)আরো জানুন-
https://www.ifatwa.info/3747
হোষ্টেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত হিটার, কারেন্টের চুলা ইত্যাদি ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ।হাউজ টিউটর ম্যামরা দেখেন,তবে কিছুই বলেন না, এদ্বারা বৈধতার হুকুম আসবে না, বরং হোষ্টেল কর্তৃপক্ষ যদি বৈধতার হুকুম দেয়, বা অন্য কোনো সুবিধা যেমন চুলা দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি, তাহলে এমতাবস্থায় প্রয়োজন পূর্ণ করতে হিটার ব্যবহার করতে পারেন।যদি হোষ্টেল কর্তৃপক্ষ সবকিছু ঠিকঠাকমতে দেয়, এরপরও কেউ হিটার ব্যবহার করে, তাহলে এমতাবস্থায় অনুমান করে ঐ পরিমাণ বিল হোষ্টেলের একাউন্টে জমা দিয়ে দিতে হবে। যদি হোষ্টেল কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলোচনা করা সম্ভব না হয় বা একাউন্টে টাকা জমা দেয়া সম্ভব না হয়, তাহলে কয়েকজন মিলে গ্যাসের চুলা ক্রয় করে নিলেই বিষয়টির সুন্দর সমাধান আসবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/34844
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ভার্সিটির হলে কর্তৃপক্ষের অনুমতি ইলেক্ট্রিক কুকার ব্যবহার করে, সেইসব কুকারে রান্না করে খাবার খাওয়া জায়েয হবে না।
(২) কাপড়ে দৃশ্যমান কোনো নাপাকি না থাকলে তা ধুয়ে মানুষকে দান করে দেয়া যাবে। অনেকদিন আগের হওয়ায় অদৃশ্যমান নাপাকি লেগেছিলো কি না? সেই সন্দেহ নিয়ে এইবার ধৌত করে দিলেও পবিত্র হয়ে যাবে।