আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
103 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (21 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু,
✅জিন হাজির করে শরীর,মনের রোগ বলে দেয়া কি জায়েজ?
সুরা ফাতিহা,ইখলাস,দরুদ শরীফ(এটা কেমন জানি গ্যাংরিয়ে বলেছিলো,আল্লহুম্মা সল্লু সাইয়্যেদিনা কি কি যেন)তারপর আল্লাহু,আল্লাহু,হু, হু  কয়েকবার বলে তারপর কাঞ্চন, আরো কি কি বলে তার শরীরে জীন হাজির হয়।তিনি শুধু নাম জিজ্ঞাসা করে শারীরিক রোগ,কোন যাদু,নজর আছে কি না তা বলে দেয়।
এই যে এটা কি জায়েজ হয়েছে?

রোগের বিষয়ে যা যা বলেছে মিলে গেছে।
আমার ব্যাপারে বলেছে বিয়ে বন্ধের যাদু করা আছে।খুব বাজেভাবে।আমি একবার সপ্নেও দেখেছিলাম আমাকে আমার আম্মু বলেছিলো,তোমাকে বিয়ে বন্ধের যাদু করা।তেমন পাত্তা দেই নি।এরপর শেষে হাত টেনে নিয়ে হাতের তালু দেখেও বলল,খুব বাজেভাবে বিয়ে বন্ধের যাদু করা।✅এটা কি জায়েজ হয়েছে?
আর তিনি কিছু তদবীর দেবেন বললেন,বাড়ি বন্ধ করার,যাদু নষ্ট করার।মানে তাবিজ দেবেন।✅এইটা নেয়া কি জায়েজ হবে?
আমি যদি এর থেকে রুকইয়াহ সাপোর্ট বিডির নিয়ম অনুসারে রুকইয়াহ করি ভালো হবে না?

আর আমার ছোট ভাই ৫ বছর বয়স তারও দূর থেকে দৃষ্টি দেয় এমন বলেছে,ওর জন্যও তাবিজ দেবে।তাবিজ ছাড়া আর কোনোভাবে কি ওর চিকিৎসা সম্ভব?

আসলে আমি তাবিজ নিতে চাচ্ছি না।ছোট ভাইটার জন্য আম্মু বেশি উদ্বিগ্ন হয়ে আছে।বিশেষ করে ওর জন্য তাবিজ ছাড়া অন্য উপায়ে কি চিকিৎসা সম্ভব?

আরেকটা প্রশ্ন,কেউ দূর থেকে ফোনের মাধ্যমে কিছু পড়ে ফু দিল।রোগীকে বলল শুন্যের উপর হাত উচু করে রাখতে।এরপর হাত ডানে,বামে,নিচে বা উপরে উঠে তা জানাতে।রোগীর হাত আপনাআপনি কিছুটা উপরে উঠে গেল।এটা কিভাবে?এটা কি জায়েজ?

1 Answer

0 votes
by (702,270 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ সবকিছুর খালিক ও মালিক,জগতের সব কিছু উনার হুকুমেই সংগঠিত হয়,তাবিজ বা ঔষধের অদ্য কোনো ক্ষমতা নেই। এমন আক্বিদা পোষণ করে জায়েয ও বৈধ কালামের মাধ্যমে চিকিৎসা হিসেবে ঝাড়-ফুক ও তাবিজ ব্যবহার বৈধ আছে।

সুতরাং আকিদা বিশুদ্ধ তথা শে'ফা দানকারী একমাত্র আল্লাহ তা'আলা এমন আকিদা বিশ্বাস রেখে ঔষধী গাছের অংশ বিশেষ দ্বারা তাবিজ ব্যবহার করতে পারবেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/226


সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
জিন হাজির করে শরীর,মনের রোগ বলে দেয়া নিশ্চিত ইয়াকিনি কোনো বিষয় নয়। 

বৈধ কালাম দ্বারা বৈধ উদ্দেশ্যে জীন হাজির করা জায়েয। শারীরিক রোগ,যাদু,নজর সম্পর্কে তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করা নাজায়েয হবে না।

আল্লাহর হুকুম ব্যতিত কোনো কিছুই হয় না।সুতরাং কারো বিবাহকে আটকানো যাবে না। হ্যা আল্লাহর হুকুম থাকলে দেড়িতে হয়তো বিয়ে হবে। তবে কারো বিয়ে আটকিবে না।কোনো মানুষ বা জ্বীন কারো বিয়েকে আটকাতে পারবে না। তাই বিয়ে বন্ধের তাবিজ ব্যবহার না করাই উচিৎ। হ্যা, কারো আকিদা বিশ্বাস ঠিক থাকলে,এবং কুরআন সুন্নাহ দ্বারা চিকিৎসা হলে, তখন তাবিজ ব্যবহারের রুখসত থাকবে।

হ্যা, নিজে নিজে আমল করাই সর্বোত্তম। আপনি নিচের লিংকে বর্ণিত আমলগুলো করবেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/109664



(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 272 views
0 votes
1 answer 91 views
0 votes
1 answer 101 views
0 votes
1 answer 89 views
0 votes
1 answer 328 views
0 votes
1 answer 195 views
0 votes
1 answer 170 views
...