আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহ। আমার বয়স যখন ১৬ তখন এক দূর্ঘটনার কারণে আমি আমার পরিবার থেকে বিছিন্ন হয়ে পড়ি। এক্সিডেন্ট ছিলো আর এই কারণে আমার ডিমেনশিয়া দেখা দেয়। এর ফলে আমার তখন কিছুই মনে ছিল নাহ। তখন আমি যে পরিবারে ছিলাম (তারা আমার আসল পরিবার নয়,আমাকে তারা কোনোভাবে খুঁজে পেয়েছিল। তাদের আমি বোঝানোর জন্য "ক" পরিবার বলবো) তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলো,অনেক যত্ন করতো৷ আমি তখনও জানতাম না যে, আমি "ক" পরিবারের সদস্য নই। যেহেতু ডিমেনশিয়ায় ভুগছিলাম তেমন কিছুই মনে থাকতো না। তারা আমাকে বলেছিল আমার রোগের কারণেই তাদের আমি চিনতে পারিনি।তো তখন আমি অলওয়েজ চিকিৎসা নিতাম আমার ডিমেনশিয়ার জন্য। আর তার কারণে এটা কিছুটা কমে আসে,মানে চিকিৎসার অধীনে থাকার ফলে আমার ডিমেনশিয়া ধীরে ধীরে কমতে থাকে যেহেতু এটা ট্রমাটিক ব্রেন ইনজুরির পরের ডিমেনশিয়া ছিলো। সেখানে তারা যৌথ পরিবারে থাকতো,পর্দা করা হতো নাহ। আমিও করতাম না। কিন্তু তাদের সাথে ৮ মাসের মতো থাকার পরেই আমার আসল ফ্যামিলি যে, আমার হারানোর কেস ফাইল করেছিলো এবং খুঁজতেছিলো, তারা আমার খোঁজ পায়। "ক" পরিবারের সাথে কথা বলে আমার সাথেও কথা বলে কিন্তু কিভাবে কি হয়েছে তা বিস্তারিত জানায় না আামকে, আমার ডিমেনশিয়ার কারণে। তারপরে আমি আমার আসল পরিবারে এসে থাকলেও "ক" পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করিনি মূলত তারা করতে দেয়নি! ৮ মাস তাদের এমন কোনো আচরণ আমি দেখেনি যেখানে তারা আমার উপর বিরক্ত ছিল। তাই আমিই চায়নি সম্পর্কটা ছিন্ন করতে মূলত আমি ওদেরকে আমার একটা পরিবারই মনে করি এখন। তাই ওই বাসায় গিয়েও থাকা হয় মাঝে মধ্যে।
মূল সমস্যা হলো, আমার ফ্যামিলি দ্বীন মেনে চলে আলহামদুলিল্লাহ, আমিও তাদেরই মতো থাকার চেষ্টা করি। এখন আমার কথা হচ্ছে "ক" পরিবারেও কিন্তু আমার মা-বাবা ছিলো তখন। তাদের আমি মা-বাবাই ডাকি। কিন্তু যেহেতু এখন আমি জানি, তাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তাহলে কি আমি আমার "ক" পরিবারের বাবা-চাচার সাথে দেখা দিতে পারবো? এখন "ক" পরিবারের অন্য পুরুষদের থেকে আমি পর্দা করেই চলি সেখানে গেলে, কিন্তু আমার প্রশ্ন হলো আমি কি আব্বু-চাচ্চুর দেখা করতে পারবো?চাচ্চু না-হোক আব্বুর সাথে কি দেখা দিতে পারবো? (আমার আসল ফ্যামিলি আমার তাদের মা-বাবা ডাকা কিংবা গিয়ে সেখানে থাকা নিয়ে আপত্তি নেই, কারণ ওই পরিবারের উছিলায় আমি এখনো জীবিত।)