মাশাআল্লাহ আপনার দ্বীনের প্রতি আগ্রহের কারনে। নিয়তের কারনে আপনি যে ভার্সিটিতে পড়ছেন পুরোটাই নেকির কারন হতে পারে। আপনি যদি এরকম নিয়ত করেন আমি যে, পড়াশোনা করছি এই পড়াশোনাকে দাওয়াতের কাজে লাগাবো। তবে ইনশাআল্লাহ অবশ্যই আপনার পুরো পড়াশোনাই নেকির কারন হয়ে যেতে পারে। বিশেষ করে ভার্সিটিতে দাওয়াতের কাজের একটা বিশাল সুযোগ থাকে। যে স্টুন্টেগুলোর সাথে এখন সবসময় চলা ফেরা করছেন একদিন এমন হবে এদের সাথে আর দেখা নাও হতে পারে কিংবা এমন পজিশনে চলে গেলে তাকে রিচ করাই কঠিন হচ্চে। এরকম কিছু ফ্রেন্ডকে যদি দ্বীনের দিকে নিয়ে আসতে পারেন তবে এইটা হবে আপনার সারা জীবনের কামাই। ঐ ফ্রেন্ড যত আমল করবে সব আমলের একটা অংশ আপনার আমল নামায় আসতে থাকবে। তাই এখন সবচেয়ে প্রথম কাজ হলো আপনার বর্তমান পড়াশোনাকে গুরুত্ব দেওয়অ। এসব দুনিয়াবি পড়ালেখা করে কি হবে? এটাও নেক সুরতে শয়তানের ধোকা।
দ্বিতীয়ত, আপনি দাওয়াতের মেহেনতের সাথে যুক্ত হতে পারেন। যেমন বিশ্ববিদ্যালয়ে তাবলীগ জামাত থাকলে তাদের সাথে যুক্ত হতে পারেন। যেটা দ্বারা আপনি দাওয়া শিখতে পারবেন।
তৃতীয়ত, আপনার পড়াশোনার পাশাপাশি IOM অনলাইন মাদ্রাসায় ভর্তি হতে পারেন। শুধু ইউটিউব আপনার জ্ঞানকে অগোছালো করে দিবে। কোন একটা মাদ্রাসার গোছালো শিক্ষা পদ্ধতি আপনার ইলমে কে গুছিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ....
একজন সাধারন মুসলমানের জন্য জীবন চলার জন্য ততটুকু ইলমই ফরজ যা দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজন। যেমন: হালাল, হারাম, বিভিন্ন আহকামের বিষয়..ইত্যাদি..