আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ
আমার শ্বশুর বাড়ি মোটামুটি বলতে গেলে সমাজের নামে চলা মাওলানা পরিবারের মতো। বিয়ের পর থেকে আমার উপর নিষেধাজ্ঞা শ্বশুর বাড়ি যাওয়া যাবে না ; কারণ বড় ভাই, ছোট বোনের বিয়ে না হওয়া। আমি সেইটাও মেনে নিয়েছি। বিয়ের পরের প্রথম ঈদ আমাকে আমার বাপের বাড়ি (বগুড়া) এবং আমার হাজবেন্ডকে তার বাড়ি (সিরাজগঞ্জ) করতে বাধ্য করা হয়। এবং সফরের রাস্তাটুকুও সিরাজগঞ্জ থেকে বগুড়া আমাকে একা পাঠানো হয়। এরপর আমার হাজবেন্ড আমার বাপের বাড়ি এলে প্রত্যেকবার এইটা নিয়ে আমার শাশুড়ী কাহিনি করে। আমাদের সাথে কথা বলে না, ফোন দিলে রিসিভ করে না।
একবার আমার ভাসুরের সাথে দেখা হয় আমি কোনো কথা বলিনি। এইটা নিয়ে ক্রমাগত আমার শাশুড়ী আমার স্বামীকে কথা শোনায় : তোমার বউ আমার ছেলেকে সম্মান দেয় নি, এই সেই। এবং তাকে এইটা বুঝানো হয় যে পর্দার জন্য আমি বলিনি, তখন তিনি বলেন আমি কি রিকশাওয়ালা, দোকানদার এদের সাথে কথা বলি না! লাস্ট বার আবার একই কথা আমার স্বামীকে বললে উনি রেগে গিয়ে বলে ফেলেন এইবার ওকে (আমার নাম ধরে বলেন) বলব ভাইয়ের সামনে মুখ খুলে বসে খোশগল্প করার জন্য। এইটাতে আমার শাশুড়ী অনেক রেগে যায়, কান্নাকাটি করে, ছোট থেকে বড় করছি এখন এইসব বলে এইরকম নানানকথা বলে।এবং তখন থেকে আমার স্বামীর সাথে ভালো করে কথা বলে না এবং এখন আরও উনার কল আর রিসিভও করে না।
বি.দ্র: আমরা ঢাকায় থাকি। শুরুতে বাসা ভাড়া নিয়ে থাকলেও এখন আলাদাভাবে যে যার হল এ থাকি। এখন শ্বশুরবাড়ি যাওয়া নিষেধ, আবার আমার বাপের বাড়ি গেলেও আমার শাশুড়ীর সমস্যা।
এ হেন অবস্থায় আমাদের করণীয় কি? আমার স্বামীর এমন পরিস্থিতিতে কি করা উচিত? আমরা না চাইলেও এসব বিষয়ে কথা উঠলে তা গীবতের পর্যায়ে চলে যায়।