আসসালামু আলাইকুম,
লিংকের প্রশ্নে নোট লিখেছিলাম তা এখানেও উল্লেখ করছি।।এই নোট এর পরিস্থিতি সাপেক্ষেও কি আগের প্রশ্নের মতো একই উত্তর।। দয়া করে আগের প্রশ্ন এবং উত্তর পড়ে নিবেন।।বারবার বিরক্ত করা জন্য দুঃখিত।
Note : আমরা গোপনে বিয়ে করেছিলাম। আমাদের ঝগড়ায় ১ তালাকে বায়েন হয়েছে কিন্তু আমার স্বামী তা মানতে চাচ্ছেন না তাই ৩ মাসের মধ্যে নতুন করে বিয়ে করা সম্ভব না।।তবে পারিবারিক ভাবে ১ বছরের মধ্যে আমাদের বিয়ে হয়ে যেতে পারে।। যদি এভাবে ১ বছর পর বা ২ বছর পর বিয়ে হয় তাহলে আমি তার স্ত্রী রুপে ফিরে যাব??(তাতে সে এখন এর ১ বায়েনে তালাক না মানলেও)